আসছে ১০ টাকার নতুন নোট

নতুন নিরাপত্তা সুতা যুক্ত করে ১০ টাকার নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2020, 03:36 PM
Updated : 16 Nov 2020, 03:36 PM

মঙ্গলবার থেকে এই নোট বাজারে ছাড়া হবে বলে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, নতুন এই নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য আরও সংহত করা হয়েছে। জালিয়াতি ঠেকাতে ১০০ শতাংশ কটন কাগজ ও নতুন নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত এখনকার ডিজাইনেই ১২৩ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার মাপের এই ব্যাংক নোট ছাপানো হয়েছে, যাতে থাকবে গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট পাওয়া যাবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নতুন নোট ছাড়া হবে।

নতুন নোটের রঙ ও নকশা থাকবে আগের মতই। জলছাপ, মাইক্রোপ্রিন্ট ও সামনের অংশের খসখসে লেখাও অপরিবর্তিত থাকবে।

তবে নোটের সামনের অংশের বাঁ পাশে থাকবে নতুন ধরনের নিরাপত্তা সুতা। ২ মিলিমিটার প্রস্থের এই সুতায় বাংলায় স্বচ্ছভাবে ‘৳ ১০ (দশ) টাকা’ সোজা ও উল্টোভাবে লেখা থাকবে। নোটটি ঘোরালে বা কাত করলে সুতার রঙ ম্যাজেন্টা থেকে বদলে সবুজ দেখাবে।

নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে চালু থাকা ১০ টাকার অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে।

পরবর্তীতে নতুন নিরাপত্তা সুতা সংযোজন করে ২০ ও ৫০ টাকার ব্যাংক নোটও বাজারে ছাড়া হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।