ওয়েবসাইটে মিলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সব তথ্য

ওয়েবসাইটে নিজেদের পরিচিতি তুলে ধরেছে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 12:32 PM
Updated : 25 Oct 2020, 12:32 PM

পাবনার ঈশ্বরদীতে দেশে প্রথমবারের মতো নির্মাণ হতে চলা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে মানুষের আগ্রহের কথা বিবেচনা করে এই ওয়েবসাইট চালু করেছে কর্তৃপক্ষ। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে, bdnuclear.energy নামের ওয়েবসাইটটি এখন উন্মুক্ত।

এই ওয়েবসাইটে পারমাণবিক শক্তি সম্পর্কিত বিভিন্ন মজাদার তথ্য, বই এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত সংবাদ ও তথ্য মিলবে সহজেই।

ওয়েবসাইটে নাম, ইমেইল এবং ফোন নম্বরের ঘর পূরণ করে পারমাণবিক শক্তি সম্পর্কিত প্রশ্নও করা যাবে।