মূল্যস্ফীতি বাড়িয়েছে খাবারের দাম

খাদ্য সামগ্রীর দাম বাড়ায় চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৯৭ শতাংশে পৌঁছেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 04:01 PM
Updated : 6 Oct 2020, 04:01 PM

গত বছরের একই মাসে এ হার ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। আর চলতি বছরের জুলাই মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতি ৫ দশমিক ৫৪ শতাংশ ছিল।

চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৫০ শতাংশ হয়েছে, যা গত বছরের একই সময়ে ৫ দশমিক ৩০ শতাংশ ছিল।

আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে ৫ দশমিক ১২ শতাংশ হয়েছে, যা গতবছর সেপ্টেম্বর মাসে ৫ দশমিক ৯২ শতাংশ ছিল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার মূল্যস্ফীতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

বিবিএস এর মহা পরিচালক মো. তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত মাসে চাল, পেঁয়াজ, আদা, মাছ, তরিতরকারিসহ বেশ কিছু খাদ্য পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে।”

খাদ্য বহির্ভূত উপখাতে বৈদ্যুতিক পণ্যের দাম কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে এ উপখাতে মূল্যস্ফীতি কমেছে বলে জানান তিনি।

বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশের গ্রামাঞ্চলেও সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে। আগের বছরের একই মাসে যেখানে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪১ শতাংশ, এবার তা ৫ দশমিক ৯৬ শতাংশ হয়েছে।

একইভাবে শহর অঞ্চলেও সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৯৮ শতাংশ হয়েছে, যা আগের বছরের একই মাসে ৫ দশমিক ৭৫ শতাংশ ছিল।

সেপ্টেম্বরে গ্রামে খাদ্য উপখাতের মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৬১ শতাংশম যা গত বছরের ওই মাসে ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ।

আর খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি গত বছরের ৫ দশমিক ৪২ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৭১ শতাংশ হয়েছে সেপ্টেম্বর মাসে।

শহর অঞ্চলে এ মাসে খাদ্য উপ খাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৯৮ শতাংশ। গত বছরের একই মাসে তা ৫ দশমিক ৮০ শতাংশ ছিল।

আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬৫ শতাংশ। গত বছরের সেপ্টেম্বর মাসে তা ৬ দশমিক ৬১ শতাংশ ছিল।