কোভিড-১৯: বাংলাদেশকে আরো ১০ কোটি ডলার দিচ্ছে এআইআইবি

করোনাভাইরাস সংক্রমণজনিত কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশের জন্য আরো ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন অবকাঠামো ব্যাংক-এআইআইবি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2020, 02:00 PM
Updated : 28 August 2020, 02:00 PM

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তকরণ, চিকিৎসা সেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে মহামারী মোকাবেলার প্রস্তুতিতে এই ঋণের অর্থ ব্যয় করা হবে বলে শুক্রবার বেইজিংভিত্তিক ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এআইআইবির সহায়তায় গ্রহণ করা ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট ইন বাংলাদেশ’ এর আওতায় এই অর্থ ব্যয় করা হবে।

এআইআইবির ভাইস-প্রেসিডেন্ট (বিনিয়োগ কার্যক্রম) ডিজে পেন্ডিয়ান বলেন, এই প্রকল্পের আওতায় এআইআইবি বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো, পদ্ধতি এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমিয়ে জনগণের ভোগান্তি এবং প্রাণহানির ঝুঁকি কমাতে সহায়তা করবে।

এর আগে মহামারীতে বাংলাদেশের দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষ, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি এবং অপ্রচলতি খাতের যেসব মানুষ কর্মহীন হয়েছে, তাদের সহায়তায় গত মে মাসে ২৫ কোটি ‍ঋণ অনুমোদন দিয়েছে এআইআইবি।