ভার্চুয়াল মিটিং ও ক্লাসের টাকা বিদেশে পাঠানোর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

করোনাভাইরাস মহামারীকালে দেশের বাইরে ভার্চুয়াল মিটিং এবং ক্লাসের সম্মানী ব্যাংকের মাধ্যমে পাঠানোর সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2020, 03:09 PM
Updated : 23 August 2020, 03:09 PM

ভার্চুয়াল ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এই অর্থ পাঠানো যাবে। আপাতত ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুযোগ দেওয়া হচ্ছে।  

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট এ বিষয়ে দুটি সার্কুলার জারি করেছে, যার একটি পাঠানো হয়েছে বিদেশি মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে।

সেখানে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থীকে অনলাইনে দেশের বাইরে বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে হচ্ছে। তারা যাতে খরচের টাকা বৈধভাবে বিদেশে পাঠাতে পারেন, সেজন্য এই সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২ সেমিস্টারের টাকা পাঠাতে পারবেন।

অপর সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈঠক ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এসব সেমিনার ও ওয়েবিনারের জন্য অ্যাপ ব্যবহারের খরচও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে একই পদ্ধতিতে পরিশোধ করা যাবে।