১৫ কোটি ইউরো ঋণ দিচ্ছে ফরাসি উন্নয়ন সংস্থা

সরকারের সামাজিক নিরাপত্তা খাতের অর্থ হস্তান্তর প্রক্রিয়ার আধুনিকায়ন এবং কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশকে ১৫ কোটি ইউরো ঋণ দিচ্ছে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 11:37 AM
Updated : 6 August 2020, 11:37 AM
বৃহস্পতিবার ঢাকায় ফরাসি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এ ঋণ অনুমোদন দিয়েছে সংস্থার নির্বাহী বোর্ড।

বিশ্ব ব্যাংকের সঙ্গে যৌথভাবে নেওয়া প্রকল্পে অর্থায়নের জন্য ওই ঋণ ব্যয় হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সেখানে বলা হয়, ‘ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন’ নামক প্রকল্পের মাধ্যমে সুনির্দিষ্ট কর্মসূচির অর্থ স্থানান্তরের প্রক্রিয়াকে স্বচ্ছ ও কার্যকর করা হবে। এর মাধ্যমে সরকার কোভিড-১৯ মহামারীর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতের নানা দিকও চিহ্নিত করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঋণ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা কর্মসূচিতেও ২০২৩ সাল পর্যন্ত অর্থায়ন করা হবে। একইসঙ্গে আর্থিক ঝুঁকির মুখে থাকা অন্যান্য গোষ্ঠীর কাছেও এই অর্থের সহায়তা পৌঁছতে পারে।