স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী কিনতে ৩০ লাখ ডলার দেবে এডিবি

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী কিনতে বাংলাদেশকে আরও ৩০ লাখ ডলার অনুদান দেবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 09:07 AM
Updated : 6 August 2020, 09:07 AM

বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৫ কোটি ৫০ লাখ টাকা। এটি সম্পূর্ণভাবে অনুদান হওয়ায় এই অর্থ ফেরত দিতে হবে না।

বৃহস্পতিবার ম্যানিলায় এডিবির সদর দপ্তরের বোর্ড সভায় বাংলাদেশের জন্য এই অনুদান অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এই অনুদান সহায়তা মূলত দিচ্ছে জাপান সরকার। এডিবির ব্যবস্থাপনায় এশিয়া প্যাসিফিক ডিজাস্টার রেসপন্স তহবিল থেকে বাংলাদেশকে এই অনুদান দেওয়া হচ্ছে।

এ বিষয়ে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন পারকাশ বলেন, এই অনুদানের অর্থ সরকারের জরুরি অর্থ বরাদ্দে সহায়তা করবে। যথাযথ স্বাস্থ্য সেবা ও সংক্রমণ রোধে চাহিদা অনুযায়ী মেডিকেল যন্ত্রপাতি সরবরাহে এই অর্থ ব্যয় করতে পারবে।

এর আগে বাংলাদেশে মহামারী রোধে এডিবি গত ৭ মে ৫০ কোটি ডলার এবং তারও আগে গত ৩০ এপ্রিল স্বাস্থ্য রক্ষায় জরুরি সহায়তা হিসেবে আরও ১০ কোটি ডলারের ঋণ দেয়।