কোভিড-১৯: সরকারি অফিসে নতুন গাড়ি কেনা বন্ধ

করোনাভাইরাস মহামারীকালে সরকারের ব্যয় কমাতে চলতি বছর সব ধরনের সরকারি অফিসে যানবাহন কেনা  বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2020, 08:46 PM
Updated : 9 July 2020, 08:46 PM

মহামাররী প্রভাবে অর্থনীতির দুরবস্থার মধ্যে সরকারি ব্যয় কমাতে বিভিন্ন মহলের পরামর্শের মধ্যে বৃহস্পতিবার এই সংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

এতে বলা হয়, “চলমান কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা ও সরকারের ব্যয় কৃচ্ছ্র সাধন নীতির আলোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের আওতায় সকল প্রকার নতুন বা প্রতিস্থাপক হিসেবে যানবাহন ক্রয় বন্ধ থাকবে।”

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।