লন্ডন গেলেন অর্থমন্ত্রী

করোনাভাইরাস মহামারীর মধ্যে সংসদে বাজেট পাশের পরদিনই লন্ডনে গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 07:39 PM
Updated : 1 July 2020, 07:39 PM

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে অর্থমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. ফেরদৌস আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থমন্ত্রী যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি ছিলেন তখন লন্ডনে ফ্রি চিকিৎসা সেবা পেতেন। এরপর থেকে তিনি লন্ডনের ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।

“এবারও তিনি সেই চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য গেলেন। তিনি মূলত ফলোআপ চিকিৎসা নিতে গেছেন। তার চোখের সমস্যা ছাড়াও শারীরিক অন্যান্য সমস্যার চিকিৎসা করাবেন।”

অর্থ মন্ত্রণালয়ের এই উপসচিব বলেন, করোনাভাইরাসের কারণে লন্ডনে যদি তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় তাহলে ২০ জুলাইয়ের দিকে অর্থমন্ত্রী দেশে ফিরতে পারেন।

এর আগে আওয়ামী লীগ নেতাদের মধ্যে মাহাবুব-উল-আলম হানিফ গত মাসে ‘স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা করতে’ কানাডা গেছেন, যা নিয়ে সমালোচনা চলছে।