অর্থনীতিবিদদের আশঙ্কা, বৈদেশিক মুদ্রার ব্যবহার যেখানে হবে-সেখানেই খরচ বেড়ে যাবে। ঋণ পাওয়ার ক্ষেত্রেও অনিশ্চয়তা তৈরি হতে পারে। বেসরকারি খাতের উদ্যোক্তাদেরও বেশি সুদ গুনতে হতে পারে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে কার ও জীপের রেজিস্ট্রেশনসহ এই দুই বাহনের ক্ষেত্রে বিআরটিএ প্রদত্ত অন্যান্য সার্ভিস ফির ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়।
বাংলাদেশে যানবাহনকে ২০টি শ্রেণিতে ভাগ করেছে বিআরটিএ। বিআরটিএর হিসাবে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৪৩ লাখ ৯৪ হাজার ৩৬৫টি।
এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ২৯ লাখ ২৯ হাজার ৪৪০টি। এছাড়া ৩ লাখ ৬৮ হাজার ২৬৭টি প্রাইভেটকার, ১ লাখ ৫ হাজার ৩৯৬টি মাইক্রোবাস, ৫০ হাজার ৭৫৬টি বাস এবং ২৯ হাজার ২৯১টি মিনিবাস রয়েছে।