করোনাভাইরাস:ওষুধ আমদানির সময় দ্বিগুণ হল

মহামারী নভেল করোনাভাইরাসের কারণে জীবন রক্ষাকারী ওষুধ আমদানির সময় বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 02:57 PM
Updated : 24 March 2020, 02:57 PM

এতোদিন ঋণপত্র খোলার (এলসি) পর জীবন রক্ষাকারী ওষুধ আমদানির সময়সীমা ছিল ৯০ দিন, এখন তা বাড়িয়ে ১৮০ দিন করা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের রোগ কভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট সমস্যা মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আমদানি রপ্তানি সংক্রান্ত অন্যান্য নিয়মগুলো আগের মতোই চলবে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

করোনাভাইরাসের কারণে জনজীবন স্বাভাবিক রাখতে বাজারে নগদ টাকার সরবরাহের জোগান বাড়াতে নানা উদ্যোগ, ব্যাংক ঋণ পরিশোধে বিশেষ সুবিধা, শিল্পের কাচাঁমাল আমদানির সময় দ্বিগুণ, গ্যাস-বিদ্যুতের বিল তিন থেকে চারমাস বকেয়া রাখার সুযোগসহ নানা উদ্যোগ নিচ্ছে সরকার।

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানিতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা।