শিল্পের কাচাঁমাল আমদানির সময় দ্বিগুণ হল

নভেল করোনাভাইরাসের কারণে শিল্পের কাচাঁমাল আমদানির সময় বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 05:34 PM
Updated : 23 March 2020, 05:34 PM

এতোদিন ঋণপত্র খোলার (এলসি) পর শিল্পের কাঁচামাল আমাদানির সময়সীমা ছিল সর্বোচ্চ ১৮০ দিন। এখন তা বাড়িয়ে ৩৬০ দিন  করা হয়েছে।

সোমবার এ সিংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বের শিল্পখাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। দেশের আমদানিকারকদের সুবিধার্থে কাঁচামাল আমাদানির সর্বোচ্চ সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।