করোনাভাইরাস: প্রাক-বাজেট আলোচনা ঘটা করে নয়

প্রতিবারের মতো এবার ঘটা করে প্রাক-বাজেট আলোচনা করবে না জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 06:34 PM
Updated : 22 March 2020, 06:34 PM

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে এনবিআরের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে ২০২০-২১ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছিল। দুটি ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকও হয়েছিল।

“কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় এখন প্রাক- বাজেট আলোচনা হবে সীমিত পরিসরে।”

তিনি বলেন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ২ থেকে ৩ জন নেতা এনবিআরে এসে বাজেট প্রস্তাব দিয়ে যাবেন। এ নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ কম থাকবে।

 “সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিনের আলোচনা শেষে বাজেট প্রস্তাবসহ যাবতীয় তথ্য ইমেইল বা অনলাইনে গণমাধ্যম কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হবে।”

প্রতিবার বাজেটের আগে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, এমসিসিআই, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করতেন এনবিআরের চেয়ারম্যান ও মেম্বাররা।

সে সব বৈবঠকের সপারিশের আলোকেই বাজেট প্রস্তুত করতো এনবিআর।