সিলেট বিমানবন্দর সম্প্রসারণে ২১১৬ কোটি টাকা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে দুই হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে পূর্ত কাজের জন্য চীনের এক প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগে সায় দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2020, 11:59 AM
Updated : 11 March 2020, 11:59 AM

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভা শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, “সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম পর্যায়) প্রকল্পের পূর্তকাজসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন বাস্তবায়নে দরপত্র আহ্বান করলে ছয়টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করেছিল। এর মধ্যে দু’টি প্রতিষ্ঠান রেসপনসিভ হয়।

“কারিগরিভাবে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চীনের বেইজিং আরবান কন্সট্রাকশন গ্রুপ লিমেটেডকে (বিইউসিজে) দুই হাজার ১১৬ কোটি ৫১ লাখ টাকায় ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।”

চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ কাজ বিলম্বিত হবে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বিভিন্ন প্রক্রিয়া শেষে করে এ কাজ শুরু করতেও কমপক্ষে ছয় মাস লেগে যাবে তাই বিলম্ব হওয়ার সম্ভবনা নেই। “

কেনা হবে ৫০ হাজার টন গম

২০১৯-২০ সালে সরকারি ভাণ্ডারে মজুদ বাড়াতে সিঙ্গাপুরের এগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে ৫০ হাজার টন গম কেনার প্রস্তাবেও সায় দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

১১২ কোটি ৭২ লাখ টাকায় এ গম কেনা হবে।

৫০০ শয্যা হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল

ঢাকার ফুলবাড়িয়াতে সরকারি কর্মচারী হাসপাতালের শয্যা ১৫০ থেকে ৫০০টিতে উন্নীত করতে পূর্ত কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে ১৪৩ কোটি ৯৩ লাখ টাকায় কাজটি দেওয়া হয়েছে।