ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের আগের হার বহালের দাবি সংসদে

ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি ও সাধারণ হিসাবে আমানতের সুদের হার আগের মতো রাখার দাবি করেছেন জাতীয় পার্টির এক সংসদ সদস্য।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 04:49 PM
Updated : 16 Feb 2020, 04:49 PM

রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় দলটির পীর ফজলুর রহমান এ দাবি করেন।

তবে রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় বলেছে, সঞ্চয়পত্রের সুদের হার সরকার কমায়নি। কমেছে ডাকঘরে যে সঞ্চয় কর্মসূচি (স্কিম) রয়েছে এবং সেই কর্মসূচির আওতায় মানুষ যে আমানত রাখছে তার সুদের হার।

সরকারি ব্যাংকে সুদের হারের সমপর্যায়ে নিয়ে আসতে ডাকঘর সঞ্চয় ব্যাংকে আমানতের সুদের হার কমানো হয়েছে। ১৩ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সঞ্চয় কর্মসূচির সুদের হার কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। সঞ্চয়পত্রের সুদের হার আগে যা ছিল, তা-ই আছে।

পীর ফজলুর বলেন, “অর্থমন্ত্রী ডাকঘরের সঞ্চয় স্কিমে সুদের হার একধাপে কমিয়ে ৬ শতাংশ নিয়ে এসেছে। এই সুদের হার ছিল ১১.২৮ শতাংশ, সেটা একবারে কমিয়ে অর্থমন্ত্রী ৬ এ এনেছেন।

“বিদেশে বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার হচ্ছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির টাকা আনতে পারছে না, ঋণ খেলাপিরা টাকা পাচার করছে। সেটা ঠেকানো যাচ্ছে না। এদিকে অর্থমন্ত্রী পেনশন ভোগী, মধ্যবত্তিদের সঞ্চয়ে হাত দিচ্ছেন কেন?”

অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “ব্যাংক ডাকাতি, টাকা আত্মসাৎ, বিদেশে টাকা পাচার বন্ধ করুন। সুদের হার যেন আগের হারে নিয়ে যান।“

বিরোধী দল জাতীয় পার্টির এই হুইপ এ বিষয়ে সংসদে অর্থমন্ত্রী বিবৃতি দাবি করেন।