জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে

চলতি বছরের প্রথম মাসে দেশে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 04:03 PM
Updated : 11 Feb 2020, 04:03 PM

জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছরের একই মাসে ৫ দশমিক ৪২ শতাংশ ছিল।

তবে গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে এই হার সামান্য কমেছে। ডিসেম্বরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৭৫ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার তাদের ওয়েবসাইটে মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করে।

বিবিএস-এর মূল্য ও মজুরি অনু বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “প্রত্যেক বছরের জানুয়ারি মাসে খাদ্য বহির্ভূত খাতের ব্যয় বৃদ্ধি পায়। যেমন স্কুল কলেজের শিক্ষার্থীদের বেতনসহ আনুষঙ্গিক ব্যয় আগের বছরের জানুয়ারি মাসের তুলনায় কিছুটা বেড়ে যায়।

“এছাড়া জানুয়ারি মাসে শীতবস্ত্রসহ শীতকালীন পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় সার্বিকভাবে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।”

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে খাদ্য উপখাতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ১২ শতাংশ। গত বছরের জানুয়ারি মাসে এ হার ৫ দশমিক ৩৩ শতাংশ ছিল।

গত জানুয়ারি মাসে খাদ্যবহির্ভূত উপখাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৩০ শতাংশ, আগের বছরের জানুয়ারি মাসে এ হার ৫ দশমিক ৫৭ শতাংশ ছিল।

দেশের গ্রামাঞ্চলে এবার জানুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫২ শতাংশ। গত বছরের জানুয়ারি মাসে তা ৫ দমমিক ১৪ শতাংশ ছিল।

আর শহরাঞ্চলের মূল্যস্ফীতি ৫ দশমিক ৯৩ শতাংশ থেকে সামান্য কমে ৫ দশমিক ৬৭ শতাংশ হয়েছে।