৫ বছরে আমদানি হচ্ছে ২৫ হাজার কোটি টাকার সার

আগামী ৫ বছরে আনুমানিক ২৫ হাজার কোটি টাকার সার আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। ইউরিয়া বাদে অন্য সার আমদানিতে এই অর্থ ব্যয় হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2020, 11:56 AM
Updated : 16 Jan 2020, 12:18 PM

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম বলেন, “প্রতি বছর আনুমানিক ৫ হাজার কোটি টাকার ১৩ লাখ টন করে নন ইউরিয়া সার আমদানিতে সায় দিয়েছে সরকার।”

ইউরিয়া সার আমদানি উদ্যোগ নেয় শিল্প মন্ত্রণালয় এবং নন-ইউরিয়া আমদানিতে কৃষি মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে থাকে।

নন ইউরিয়া মধ্যে রয়েছে টিএসপি, ডিএপি ও এমওপি।

এসব সার আমদানিতে রাশিয়া, সৌদি আরব, মরক্কো, তিউনিসিয়া, জর্ডান, বেলারুশ ও কানাডার সঙ্গে চুক্তি করার অনুমোদন দেয় কমিটি।

নাসিমা বেগম বলেন, আগামী ৫ বছরে এ দেশগুলোর সঙ্গে  চুক্তি হবে ,তবে কোন দেশের সঙ্গে কত টাকা চুক্তি হবে, তা ক্রয় সংক্রান্ত কমিটিতে আসবে বলে জানান নাসিমা বেগম।

চট্টগ্রাম ও ভোলায় ১৭০ টি সাইক্লোন শেল্টার

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে নাসিমা বেগম জানান, বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্পের আওতায় চট্টগ্রাম ও ভোলায় ১৭০ টি সাইক্লোন শেল্টার নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবে সায় দিয়েছে কমিটি। এতে মোট ব্যয় হবে ৯১৯ কোটি ৬২ লাখ টাকা।

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন ( আইডিএ) এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে অনুমোদিত " বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র" প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলায় ৭৩ টি সাইক্লেন শেল্টার ও তৎসংলগ্ন সংযোগ সড়ক নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। ৩৮৯ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজটি পেয়েছে ওয়াহিদা কন্সট্রাকশন।

একই প্রকল্পের আওতায় অন্য একটি প্রস্তাবে ভোলা জেলায় ৯৭ টি সাইক্লোন শেল্টার ও তৎসংলগ্ন সংযোগ সড়ক নির্মাণ কাজের ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ৫২৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবটি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নির্মাণ কাজ পেয়েছে তমা কন্সট্রাকশন।

এছাড়া নৌ- পরিবহন মন্ত্রলয়ের অধীন পায়রা বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন "‘পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণশীর্ষক প্রকল্পের আওতায় " কন্সট্রাকশন অব টেম্পোরারি ( সার্ভিস) জেটি ইউথ কানেকশন রোড এট পায়রা পোর্ট" কাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ৬৭ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ের নির্মাণ কাজের প্রস্তাবটি যৌথভাবে পেয়েছে আরবিএল এনবিএল এফকে।