পুঁজিবাজার চাঙ্গা করতে ১২ সদস্যের কমিটি

মন্দা পুঁজিবাজার চাঙ্গা করতে একসঙ্গে কাজ করবে ডিবিএ এবং বিএমবিএ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 02:58 PM
Updated : 26 Dec 2019, 02:58 PM

আর এ লক্ষে দুই সংগঠনের পক্ষ থেকে ১২ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিবিএ পরিচালক ও ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীকে।

বৃহস্পতিবার দুই সংগঠনের নেতাদের মধ্যে এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়েছে বলে ডিএবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিবিএ হচ্ছে- ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন।আর  বিএমবিএ হচ্ছে- মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন।

মতিঝিলে ডিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান পুঁজিবাজারের নাজুক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে একটি শক্তিশালী এবং গতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে অবদান রাখতে এই কমিটি গঠন করা হয়।

কমিটি পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে এবং একটি শক্তিশালী ও গতিশীল পুঁজিবাজার গড়ার লক্ষ্যে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিবিএর সভাপতি শাকিল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএমবিএ’র নতুন সভাপতি ছায়েদুর রহমান এবং নির্বাহী কমিটির সদস্যদের ডিবিএ নেতারা অভিনন্দন জানান।

কমিটির সদস্যরা হলেন, ডিবিএ’র পরিচালক রিচার্ড ডি রোজারিও, সাজেদুল ইসলাম, ওয়ালি উল ইসলাম, মো. সাইফুদ্দিন ও জিয়াদ রহমান। বিএমবিএ’র পক্ষে মো. মনিরুজ্জামান, আবু বকর, মাহবুব এইচ মজুমদার, মোহাম্মদ হামদুল ইসলাম, মুহাম্মদ নজরুল ইসলাম ও নুর আহামদ।