
দেশের স্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করুন: চার্টার্ড অ্যাকাউনটেন্টদের রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2019 04:42 PM BdST Updated: 30 Nov 2019 04:43 PM BdST
ব্যক্তি বা প্রতিষ্ঠানের বদলে সমষ্টিগত স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হিসাববিদদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার সনদধারী চার্টার্ড অ্যাকাউনটেন্টদের (সিএ) আঞ্চলিক সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনটেন্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
তিনি বলেন, "স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে আপনাদের ভূমিকা হওয়া উচিত দেশের সমষ্টিগত স্বার্থ ও মঙ্গলের জন্য, শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নয়।"
পাবলিক ও কর্পোরেট খাতে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, "বাংলাদেশের অর্থনীতির আয়তন আজ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে আমাদের বাজেটের আকার ছিল ৬৪ হাজার কোটি টাকা । আর ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা, যা ২০০৫-০৬ এর তুলনায় আট গুণ বৃদ্ধি পেয়েছে।
“একই সাথে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। তাই পাবলিক ও করপোরেট
খাতে হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউনটেন্টদের দায়িত্বশীল
ভূমিকা পালন করতে হবে।”

বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতিও আহ্বান জানান রাষ্ট্রপতি।
ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে সাফার সভাপতি জগন মোহন রাও, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস অব বাংলাদেশের সভাপতি এ এফ নেছারউদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- ইলিয়াস কাঞ্চনের ‘মুখোশ’ খুলবেন শাজাহান খান
- ইন্টারনেট থেকে মিথিলা-ফাহমির ছবি সরানোর নির্দেশ
- ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল ভারত
- পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএলের
- এসএ গেমস: শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না সাইফ-আফিফরা
- এসএ গেমস: রুদ্ধশ্বাস ফাইনালে বাংলাদেশের মেয়েদের সোনা জয়
- বিয়ের পিঁড়ি থেকে পালানো ইতি এখন সোনাজয়ী
- পাকিস্তানে দিবা-রাত্রি টেস্ট খেলতে বাংলাদেশকে প্রস্তাব
- রুম্পা হত্যামামলায় বন্ধু সৈকত রিমান্ডে
- সালমান-ক্যাটরিনা ঢাকার মঞ্চে উঠবেন রাতে