চিনিকল বেসরকারি করতে সুপারিশ সংসদীয় কমিটির

লাভজনক না হওয়ায় রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2019, 04:51 PM
Updated : 26 Nov 2019, 04:51 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অবশ্য বেসরকারিকরণের সুপারিশের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় লাভজনক করতে দুই/একটি চিনিকল নিয়ে পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশও করা হয়েছে।

সংসদীয় কমিটি নরসিংদীর সাগর কলা ও সবরি কলার উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশও করেছে।

এছাড়া বিভিন্ন প্রকার ফল সহজলভ্য ও স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গবেষণা অব্যাহত রাখতে বলা হয়েছে।

বৈঠকের কার্যপত্রে দেখা যায়, দেশজ ফলের মানোন্নয়নের মাধ্যমে এর গন্ধ, আকার এবং স্বাদের বিষয়টি নিশ্চিত করে ৫ তারকা মানের হোটেলের ফ্রুট বাস্কেটে অবস্থান করে নিতে মন্ত্রণালয় কাজ করছে।

এছাড়া টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে সৌদি খেঁজুরের চারা উৎপাদনের প্রচেষ্টা অব্যহত রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে।

কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে পল্লী এলাকায় চাল বিতরণে রেশন কার্ড চালু করতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে খাদ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন প্রামাণিক, মামুনুর রশীদ কিরন ও হোসনে আরা অংশ নেন।