শিল্প খাতে সিআইপি হলেন ৪৮ জন

দেশের অর্থনীতিতে ‘গুরুত্বপূর্ণ অবদানের’ স্বীকৃতি হিসেবে ৪৮ ব্যক্তিকে ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে (সিআইপি-শিল্প) মনোনীত করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 05:56 PM
Updated : 13 Nov 2019, 06:46 PM

২০১৭ সালের জন‌্য মনোনীত এই সিআইপিরা এক বছরের জন্য পরিচয়পত্র পাবেন, যা দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিতে পারবেন তারা।

বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য, উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে অবদানের জন্য ‘সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা, ২০১৪’ অনুযায়ী পাঁচ ক্যাটাগরিতে এই ব‌্যবসায়ীদের বেছে নেওয়া হয়েছে।

আগামী ২০ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বুধবার শিল্প মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে সিআইপিদের নাম ঘোষণা করেন শিল্প সচিব আব্দুল হালিম।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় ১৯৯৬ সালে প্রথম সিআইপি (শিল্প) কার্ড প্রদান কার্যক্রম শুরু করে। ২০০৯ সাল হতে এ পর্যন্ত ৩৪০ জনকে সিআইপ (শিল্প) সম্মাননা দেওয়া হয়েছে। এ বছর ২০১৭ সালের সিআইপি (শিল্প) সম্মাননার জন্য ৪৮ জনকে নির্বাচন করা হয়েছে।

এর মধ্যে পদাধিকার বলে জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের (এনসিআইডি) ৬ জন এবং ৮টি ক্যাটাগরিতে মোট ৪২ জন সিআইপি সম্মাননা পাচ্ছেন।

ক্যাটাগরি: এনসিআইডি

>>  আব্দুল মাতলুব আহমাদ        সাবেক সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই

>>  সিদ্দিকুর রহমান             সাবেক সভাপতি বাংলাদেশ গার্মেন্টস্ ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশন-বিজিএমইএ

>>  রূপালী হক চৌধুরী              ফরেন ইনভেস্টরস্ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই

>>  সেলিমা আহমাদ                প্রেসিডেন্ট     বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি

>>  সালাহউদ্দিন কাসেম খান        বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন -বিইএফ

>>  মির্জা নূরুল গণী শোভন          জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি।

বৃহৎ শিল্প (উৎপাদন)

>>  আলী হোসাইন আকবরআলী         চেয়ারম্যান, বিএসআরএম স্টীলস

>>  মোহাম্মদ আলী তালুকদার চেয়ারম্যান    ডিএন্ডএস প্রিটি ফ্যাশনস

>>  মোহাম্মদ আব্দুল জব্বার                   ব্যবস্থাপনা পরিচালক, জিন্নাত ফ্যাশনস।

>> আবদুর রাজ্জাক                   ব্যবস্থাপনা পরিচালক, জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইসেস

>>  বি এম শোয়েব                           ব্যবস্থাপনা পরিচালক, নান্নু স্পিনিং মিলস

০৬। সফিকুর রহমান                          ব্যবস্থাপনা পরিচালক, হ্যামস গার্মেন্টস।

>>  পারভেজ রহমান                                ব্যবস্থাপনা পরিচালক, বিআরবি কেবল

>>  এস এ কে একরামুজ্জামান                            ব্যবস্থাপনা পরিচালক, আরএকে সিরামিক্স

>>  ফিরোজ আলম ব্যবস্থাপনা পরিচালক               বেংগল পলি এন্ড পেপার স্যাক।

>>  বাদশা মিয়া ব্যবস্থাপনা পরিচালক                     বাদশা টেক্সটাইল

>> প্রকৌশলী আবু নোমান হাওলাদার         ব্যবস্থাপনা পরিচালক, বিবিএস ক্যাবলস

>>  সাফওয়ান সোবহান                       ব্যবস্থাপনা পরিচালক, বসুন্ধরা পেপার মিলস।

১৩। মাহরীন নাসির                           পরিচালক মীর সিরামিক

>>  অঞ্জন চৌধুরী                              ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার ফুড এন্ড বেভারেজ

>> নাছির উদ্দিন                                  ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সেল জিন্স

বৃহৎ শিল্প (সেবা)

>>  খন্দকার মনির উদ্দীন                           ব্যবস্থাপনা পরিচালক, এসটিএস হোল্ডিং

>>  সাজেদুল ইসলাম                           ভাইস চেয়ারম্যান, নাভানা রিয়েল এস্টেট

>>  আতিকুর রহমান                                      ব্যবস্থাপনা পরিচালক, দি সিভিল ইঞ্জিনিয়ার্স

>>  মীর নাসির হোসেন                                 ব্যবস্থাপনা পরিচালক, মীর আক্তার হোসেন।

>>  মোহাম্মদ রিয়াদ আলী                       ব্যবস্থাপনা পরিচালক, ইন্ট্রাকো রিফিউলিং

মাঝারি শিল্প (উৎপাদন)

>>  মোহাম্মদ ফায়জুর রহমান ভূঞা                স্বত্বাধিকারী, মেসার্স জজ ভূঞা টেক্সটাইল মিলস

>>  এনামুল হাসান খান                            চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, প্রমি এগ্রো ফুডস

>>  আব্দুস সোবহান                                  ব্যবস্থাপনা পরিচালক, অকো-টেক্স লিমিটেড

>>  মাহিদুল ইসলাম খান                            ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স সিটাডেল এপারেলস

>>  নিজাম উদ্দিন ভূইয়া লিটন                       ব্যবস্থাপনা পরিচালক, মাধবদী ডাইং ফিনিশিং মিলস

>>  আরিফ আহমেদ চৌধুরী                           ব্যবস্থাপনা পরিচালক, ফু-ওয়াং ফুডস

>>  আজমাত রহমান                                  ব্যবস্থাপনা পরিচালক, ফারইস্ট ড্রেসেস

>> মোহাম্মদ মুছা মিয়া                                  চেয়ারম্যান, কুলিয়ারচর সী ফুডস

>>  জেড এম গোলাম নবী                            ব্যবস্থাপনা পরিচালক, বসুমতি ডিসট্রিবিউশন

মাঝারি শিল্প (সেবা)

>>  সফিউল ইসলাম                                    চেয়ারম্যান, নাভানা

>>  জেসমিন সুলতানা                           পরিচালক, শান্তা হোল্ডিংস

>>  খান মো. আফতাব উদ্দীন                           চেয়ারম্যান, স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স

ক্ষুদ্র শিল্প (উৎপাদন)

>>  ইউ এম আশেক                            ব্যবস্থাপনা পরিচালক, অন্বেষা স্টাইল

>> আলী হোসেন                              ব্যবস্থাপনা পরিচালক, সোনালী ফেব্রিক্স এন্ড টেক্সটাইল

>>  মিজবার রহমান                            ব্যবস্থাপনা পরিচালক, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ

>>  রেজাউল করিম                            পরিচালক, আমানত শাহ উইভিং প্রসেসিং

>>  সৈয়দ হারুন গণি                             পরিচালক, হান্ড্রেড প্লাস এক্সপো

ক্ষুদ্র শিল্প (সেবা)

>> রুহুল আলম আল মাহবুব                    ব্যবস্থাপনা পরিচালক, ফেয়ার ডিস্ট্রিবিউশন

মাইক্রো শিল্প

>>  আবুল কালাম ভূইয়া                 ব্যবস্থাপনা পরিচালক, যমুনা মিটার ইন্ডাস্ট্রিজ

>> যশোদা জীবন দেবনাথ                 ব্যবস্থাপনা পরিচালক, টেকনোমিডিয়া

কুটির শিল্প

>> আদম তমিজি হক                 ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স হক ড্রাইসেল

>>  মাসুদা ইয়াসমিন উর্মি প্রোপাইটর      স্মার্ট লেদার প্রোডাক্টস।