
ব্যাংকে ১০ হাজার টাকা পর্যন্ত থাকলে মাশুলহীন
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2019 11:57 PM BdST Updated: 01 Nov 2019 12:00 AM BdST
আমানতকারীদের ব্যাংকমুখী করতে ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংকে থাকলে কোন চার্জ নিতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক। এতোদিন এ সীমা ছিল ৫ হাজার টাকা।
ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি ও ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সেই সার্কুলারে বলা হয়েছে, ২০০৯ সালের ২২ ডিসেম্বরের সার্কুলারে শুধুমাত্র হিসাব রক্ষণাবেক্ষণ ফি (অ্যাকাউন্ট মেইনটেন্যানস ফি) বাদ প্রতি ষাণ্মাসিকে সঞ্চয়ী হিসাবে ৩০০ টাকা এবং চলতি হিসাবে ৫০০ টাকার অধিক আদায় করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছিল।
২০১০ সালের ১৩ মে অপর এক সার্কুলারের মাধ্যমে সঞ্চয়ী হিসাবে ৫ হাজার টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট মেইনটেন্যানস ফি আদায় করা যাবে না এবং ২৫ হাজার টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে অ্যাকাউন্ট মেইনটেন্যানস ফি প্রতি ষাণ্মাসিকে সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করা যাবে মর্মে নির্দেশনা দেয়া হয়েছিল।

২ লাখ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত জমা থাকলে ২৫০ টাকা এবং এর বেশি জমা থাকলে প্রতি ছয়মাসে দিতে হবে ৩০০ টাকা।
আর চলতি হিসাবে এই সার্ভিস চার্জ ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।
‘ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি ও ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে’ উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- এসএ গেমস: দাপুটে জয়ে সোনা জিতল ছেলেরা
- বোপারা-রাসেলদের দলে পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কোচ
- ১৯ সোনায় নতুন চূড়ায় বাংলাদেশ
- বৈশ্বিক ক্রীড়া আসরে ৪ বছর নিষিদ্ধ রাশিয়া
- বিপিএলে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
- একাডেমি মাঠে চোট-শঙ্কা, বিস্মিত রংপুর কোচ
- মাহমুদউল্লাহর ভাবনায় স্কিল হিটিং
- মানবাধিকার সংগঠনগুলোর ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শুরু
- ইন্টারের বিপক্ষে নেই মেসি