ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ঋণে সমন্বিত উদ্যোগের পরামর্শ

ব্যবসা বিকাশে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগের পরামর্শ এসেছে একটি সেমিনার থেকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 02:59 PM
Updated : 30 Oct 2019, 02:59 PM

বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত নারী উদ্যোক্তাদের আর্থিক শিক্ষা এবং ব্যবস্থাপনা সক্ষমতা বিষয়ক সেমিনারে বক্তারা এ পরামর্শ দেন।

সেমিনারের মূল প্রতিবেদনে বিআইবিএমের সহকারী অধ্যাপক মোশাররেফ হোসেন বলেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

”নারী উদ্যোক্তাদের জন্য একটি ফান্ড গঠন করে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অর্থায়ন করা যেতে পারে।”

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান বলেন, ”দারিদ্র্য বিমোচন, উচ্চ প্রবৃদ্ধি অর্জন এবং উন্নয়নে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব দিক বিবেচনায় এসএমই খাতে নারী উদ্যাক্তাদের সম্ভাবনা অনেক বেশি।”

এরপরও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বিভিন্ন বাধার কারণে নারী উদ্যাক্তার সংখ্যা তুলনামূলকভাবে কম বলে মন্তব্য করেন তিনি।

বিআইবিএমের শিক্ষক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. বরকত-এ-খোদা, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধূরী, বিআইবিএমের সুপারনিউমারারি অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী, বিআইবিএমের সাবেক সুপারনিউমারারি অধ্যাপক ইয়াছিন আলি, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লীলা রশিদ, বিআইবিএমের পরিচালক প্রশান্ত কুমার ব্যানার্জ্জী বক্তব্য দেন।