অনলাইনে ভ্যাট রিটার্ন ফর্ম পূরণ নিয়ে কর্মশালা

অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমা বিষয়ক কর্মশালার আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 12:17 PM
Updated : 30 Oct 2019, 12:17 PM

বুধবার এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত কর্মশালায় ১২টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এলাকা থেকে ভ্যাট প্রদানকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রায় তিনশ’ প্রতিনিধি অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে চালু হওয়া অনলাইন কার্যক্রমে ব্যবসায়ীরা এখন অনলাইনে ঘরে বসেই ভ্যাট নিবন্ধন এবং অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন।

১৬৫৫৫ নম্বরে কল করে ভ্যাট সংক্রান্ত যেকোন তথ্য পাওয়া যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।