দারিদ্র্য বিমোচনের গবেষণায় অর্থনীতির নোবেল
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2019 04:17 PM BdST Updated: 14 Oct 2019 08:00 PM BdST
দারিদ্র্য বিমোচনের পথ খুঁজতে উন্নয়ন অর্থনীতির গবেষণার ধরণ বদলে দিয়ে নোবেল পুরস্কার পেলেন তিন অর্থনীতিবিদ।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার অর্থনীতিতে চলতি বছরের নোবেলজয়ী হিসেবে
ভারতীয় বাঙালি অভিজিৎ ব্যানার্জি, তার ফরাসি স্ত্রী এস্তার ডুফলো এবং মার্কিন নাগরিক মাইকেল ক্রেমারের নাম ঘোষণা করে।
এমআইটির আবদুল লতিফ জামিল অধ্যাপক এস্তার ডুফলো হলেন নোবেলের ইতিহাসে দ্বিতীয় নারী, যিনি অর্থনীতিতে এ পুরস্কার পেলেন। ৪৫ বছর বয়সী ডুফলোই সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী অর্থনীতিবিদ।
ডুফলোর স্বামী অভিজিৎ ব্যানার্জি হলেন অমর্ত্য সেনের পরে দ্বিতীয় বাঙালি, যিনি অর্থনীতির নোবেল পেলেন। আর ব্যানার্জি-ডুফলো জুটি হলেন নোবেলের ইতিহাসে পঞ্চম দম্পতি, যারা একই বছর একসঙ্গে একই বিষয়ে পুরস্কার পেয়েছেন।
ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া অভিজিৎ ব্যানার্জি নিজেও অধ্যাপনা করছেন এমআইটিতে। ৫৮ বছর বয়সী এই অর্থনীতিবিদ সেখানে ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর।
তাদের সঙ্গে এবারের নোবেল পুরস্কার ভাগ করে নেওয়া মাইকেল ক্রেমার হার্ভার্ড ইউনিভার্সিটির গেটস প্রফেসর অব ডেভেলপমেন্ট সোসাইটিস।
This year’s Laureates have introduced a new approach to obtaining reliable answers about the best ways to fight global poverty. It divides this issue into smaller, more manageable questions – for example, the most effective interventions for improving child health.#NobelPrize pic.twitter.com/faQTTZhJqI
— The Nobel Prize (@NobelPrize) October 14, 2019
সুইডিশ একাডেমি বলছে, সমস্যাগুলোকে স্বাস্থ্য, শিক্ষার মত আলাদা আলাদাভাবে ভাগ করে দেখলে, ছোট ছোট পর্যায়ে সমাধানের চেষ্টা করলে দারিদ্র্য বিমোচন যে সহজ হতে পারে, সেটাই গবেষণা করে দেখিয়েছেন এই তিন অর্থনীতিবিদ।
তাদের দেখানো পথে মাত্র দুই দশকে উন্নয়ন অর্থনীতির রূপরেখা অনেকটাই বদলে গেছে। সরাসরি সুফল পাওয়া গেছে ভারতের এক প্রকল্পে। সেখানে স্কুলে বিশেষ শিক্ষক দিয়ে আলাদাভাবে যত্ন নেওয়ায় উপকৃত হয়েছে ৫০ লাখ শিশু।
এবার নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন এই তিন অর্থনীতিবিদ। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
-
শত বছরে প্রথমবার ঋণখেলাপি রাশিয়া
-
কেমন হবে মুদ্রানীতি?
-
অর্থমন্ত্রী ধনীদের প্রাধান্য দিয়ে বাজেটের অঙ্ক মিলিয়েছেন: ফিরোজ
-
সব এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার কর্মী পাঠানোর দাবি
-
পদ্মাসেতু বাংলাদেশের বিশাল অর্জন: বিশ্ব ব্যাংক
-
একটি সেতু, খুলবে নতুন যুগের দুয়ার
-
দুই বছর পর আমানত সামান্য কমলো গ্রামে
-
পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর