প্রকল্পের কেনাকাটায় সতর্ক হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সরকারি প্রকল্প তৈরির সময় যথাযথভাবে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ এবং সেসব কেনাকাটায় আরও সতর্ক হতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2019, 12:07 PM
Updated : 17 Sept 2019, 12:50 PM

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।

সভার পর তিনি সাংবাদিকদের বলেন, “বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন প্রকল্প সংশ্লিষ্ট সরকারি কেনাকাটা যথাসময়ে এবং যথাযথভাবে করতে হবে। পণ্যের মূল্য নির্ধারণে আরও সতর্ক থাকতে হবে।

“প্রকল্প তৈরির সময় বিভিন্ন ক্যাটাগরির যে কেনাকাটা থাকে সেসব পণ্যের মূল্য নির্ধারণে আরও সতর্ক হওয়ার বিষয়টি আমি নজরে আনলে তাতে প্রধানমন্ত্রী সম্মতি দেন। তখন প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পে পণ্যের দাম নির্ধারণে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন।”

পরিকল্পনামন্ত্রী বলেন, “একটি প্রকল্প বাস্তবায়নকালে অনেক রকমের ক্রয় কার্যক্রম থাকে। সেসব ক্রয় কার্যক্রমে পণ্যের দাম নির্ধারণে আরও সাবধান হতে হবে।

“তাড়াহুড়ো ও দ্রুত কাজ করতে গিয়ে সেগুলো ঠিকমতো খতিয়ে দেখতে পারি না। এসব পণ্যের দাম ঠিক মতো খতিয়ে দেখতে হবে।”

প্রকল্প তৈরির সময় পণ্যের মূল্য নির্ধারণে সাবধান হতে পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এম এ মান্নান।

“আমরা অহেতুক প্রশ্নের সম্মুখীন হতে চাই না,” বলেন তিনি।

পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজার যাচাইয়ের ওপর গুরত্বারোপ করেন তিনি।

শহরে রাস্তা প্রশস্ত করার সময় যাতে খুব বেশি বাড়িঘর বা দোকানপাট ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও প্রধানমন্ত্রী খেয়াল রাখতে বলেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

“প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে এলাইনমেন্ট পরিবর্তন করা যেতে পারে। তারপরও বাধ্য হয়ে মানুষের ঘরবাড়ি ভাঙতে হলে তাদের উদারভাবে ক্ষতিপূরণ দিতে হবে।”

প্রকল্প চলাকালীন সময় কোনো ক্রটি সংশোধন করার প্রয়োজন হলে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাকে তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে হবে বলে জানান তিনি।

বৈঠকে সরকারের প্রকল্প তদারকি সংস্থা আইএমইডিকে শক্তিশালী করার নির্দেশনাও প্রধানমন্ত্রী দিয়েছেন।