একবারে ১০০০০ ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

সেবা রপ্তানি বাড়াতে ফ্রিল্যান্সারদের আরও সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 04:49 PM
Updated : 12 Sept 2019, 04:50 PM

এখন থেকে একবারে ১০ হাজার ডলার পর্যন্ত রপ্তানি আয় অনলাইনে দেশে আনতে পারবেন তারা। এতোদিন পারতেন ৫০০০ ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

যে ব্যাংকগুলো ফ্রিল্যান্সারদের এই টাকা বাইরে থেকে দেশে নিয়ে আসে তারাও বাংলাদেশ ব্যাংককে অনেক দিন থেকে অনুরোধ জানিয়ে আসছিল যেন এই সীমা বাড়ানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্রিল্যান্সারদের সুবিধা আরও বাড়িয়ে দিতে এই সুযোগ করে দেয়া হয়েছে।

“আমাদের দেশের ফ্রিল্যান্সাররা যে কাজ গুলো করেন সেগুলো সাধারনত ১০০ থেকে ২০০ ডলারের হয়ে থাকে। মাঝে মাঝে কিছু বড় কাজ হয়ে যায়। তখন সেই টাকা আনতে সমস্যা হয়ে যায়।”

এই সমস্যা দূর করতেই অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিসের মাধ্যমে একবারে রপ্তানি বিল দেশের আনার সীমা ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার ডলার করা হয়েছে।

যে ব্যাংকগুলো ফ্রিল্যান্সারদের এই টাকা বাইরে থেকে নিয়ে আসে তারাও বাংলাদেশ ব্যাংককে অনেক দিন থেকে অনুরোধ জানিয়ে আসছিল যেন এই সীমা বাড়ানো হয়।

বুধবার অপর এক সার্কুলারে ফ্রিল্যান্সারদের ব্যয়ের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এখন থেকে ভার্চুয়াল (ডেবিট,ক্রেডিট ও প্রিপেইড) কার্ডের পাশাপাশি মোবাইল ওয়ালেটের মাধ্যমেও দেশের বাইরে অর্থ পরিশোধ করতে পারবেন তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা। এ ব্যবস্থায় একজন বছরে ৫০০ ডলার পর্যন্ত খরচ করতে পারবেন।

এতোদিন যা ছিল ৩০০ ডলার।