অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যাংকগুলোকে সম্পৃক্ত করার সুপারিশ

বিদেশি বিনিয়োগ আকর্ষণে  বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার, তাতে ব্যাংকগুলোকে যুক্ত করার সুপারিশ এসেছে এক কর্মশালায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 11:43 AM
Updated : 9 Sept 2019, 11:43 AM

সোমবার ঢাকার মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউ অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) এই কর্মশালা হয়।

এতে ‘বিজনেস ফ্যাসিলিটেশন ইন স্পেশাল ইকোনমিক জোনস বাই ব্যাংকস ইন বাংলাদেশ’ শিরোনামের এক প্রতিবেদন উপস্থাপন করেন অধ্যাপক ড. শাহ মোহা. আহসান হাবিব।

তিনি বলেন, ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে দেশের ব্যাংকগুলোকে অর্থায়নের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এতে বিনিয়োগকারীরাও ভরসা পাবেন।

“আগামী দিনে আমাদের সবচেয়ে আকর্ষণীয় বাণিজ্যস্থানে রূপান্তরিত হবে এসব অর্থনৈতিক অঞ্চল। তাই ভবিষ্যতের সম্ভাব্য এসব অঞ্চলের সঙ্গে ব্যাংকগুলোকে অংশগ্রহণ করাতে হলে কেন্দ্রীয় ব্যাংককে ভূমিকা গ্রহণ করতে হবে।”

অর্থনৈতিক অঞ্চলগুলোর কর্তৃপক্ষের সঙ্গে ব্যাংকগুলোর ‘বোঝাপড়ায়’ এখন ঘাটতি রয়েছে বলে অধ্যাপক হাবিবের দাবি।

এই ঘাটতি দূর করতে দুই কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করার পরামর্শও দিয়েছেন তিনি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে ব্যাংক খাত অবদান রাখতে পারলে তিনি নিজেও গর্ব বোধ করবেন।

“এই প্রক্রিয়ায় ব্যাংকিং সেক্টরকে যুক্ত করার জন্য যে গাইড লাইন দরকার, তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিবে এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তুত।”