ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিতে আরও সময়

ঋণ খেলাপিদের বিশেষ সুযোগ দিতে আবেদন করার সময় ৩ সপ্তাহ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 03:31 PM
Updated : 8 August 2019, 03:32 PM

আগে ১৬ অগাস্ট পর্যন্ত এ আবেদনের সময় দেয়া হয়েছিল। বৃহস্পতিবার তা বাড়িয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

অনেক সমালোচনার মধ্যেই গত  ১৬ মে বাংলাদেশ ব্যাংক ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ১০ বছরে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দিয়ে একটি সার্কুলার জারি করে।

সেখানে তিন মাসের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল।ওই সময়ের পর এ সুবিধা আর পাওয়া যাবে না বলে সার্কুলারে জানানো হয়েছিল।

নতুন সার্কুলারে সময় বাড়ানো হলেও অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে।সময় বাড়ানোর কোনো কারণ সেখানে উল্লেখ করা হয়নি।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনে ২১ মে হাই কোর্ট ওই সার্কুলারের ওপর স্থিতাবস্থা জারির আদেশ দিয়েছিল। কিন্তু সর্বোচ্চ আদালতে তা আটকে যায়।