জানুয়ারি থেকে ভ্রমণে বছরে নেওয়া যাবে ১২০০০ ডলার

বিদেশভ্রমণে সব দেশে ডলার নিতে সমান সুযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 05:55 PM
Updated : 3 Feb 2020, 12:51 PM

এতোদিন বিদেশভ্রমণের ক্ষেত্রে অঞ্চলভেদে বৈদেশিক মুদ্রা নেওয়ার ভিন্ন ভিন্ন সীমা ছিল। ২০২০ সালের জানুয়ারি থেকে এ সীমা তুলে দিয়ে নতুন সুযোগ চালু করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে,  জানুয়ারি থেকে বিশ্বের যেকোনো দেশে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্করা (১২ বছরের বেশি) বছরে ১২ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবে। বর্তমানে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের জন্য এ সীমা পাঁচ হাজার ডলার ও অন্য দেশের জন্য সাত হাজার ডলার।

“জানুয়ারি থেকে যেকোনো দেশের জন্য এই সীমা বাড়িয়ে ১২ হাজার ডলার করা হয়েছে। “

তবে ১২ বছরের নিচের বাচ্চাদের জন্য প্রাপ্তবয়স্কদের অর্ধেক খরচ করা যাবে। তাদের একজনের ক্ষেত্রে তা কোনোভাবেই বছরে পাঁচ হাজার ডলারের বেশি হবে না।