মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে থাকবে আধুনিক তথ্যপ্রযুক্তি সুবিধা

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য টেলিযোগাযোগ ও উচ্চগতির ইন্টারনেট সংযোগসহ সর্বাধুনিক তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 11:24 AM
Updated : 16 July 2019, 11:55 AM

এজন্য প্রায় ৬২ কোটি টাকায় ‘চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে একনেকের বৈঠক হয়।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন বলেন, “এ প্রকল্পের মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে রিডাডেন্সিসহ উচ্চ ক্ষমতার ফাইবার অপটিক লিংক স্থাপন করা হবে।

“এছাড়া আধুনিক সুবিধার টেলিকম এক্সচেঞ্জ স্থাপন করা হবে। উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিতে শক্তিশালী রাউটার, সুইচ, টেলিকম ইক্যুইপমেন্ট স্থাপন ও টেলিযোগাযোগ স্থাপনের জন্য অফিস ভবনসহ টেলিকম কম্পাউন্ড নির্মাণ করা হবে।”

পরিকল্পনা সচিব জানান একনেক বৈঠকে এটিসহ পাঁচ হাজার ১৪২ কোটি ছয় লাখ টাকার আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এই ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে চার হাজার ১২৯ কোটি ৮১ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে এক হাজার ১২ কোটি ২৫ লাখ টাকার যোগান থাকবে ।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে-

>> কক্সবাজার নগরীর হলিডেমোড়-বাজারঘাটা-লারপাড়া (বাসস্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ; এতে ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি ৮২ লাখ টাকা।

>> বঙ্গবন্ধু হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ; ব্যয় ৩৪৪ কোটি ৯৩ লাখ টাকা।

>> ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ; ব্যয় ২ হাজার ৬০৬ কোটি টাকা।

>> পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন; ব্যয় ৫৬০ কোটি ৫৩ লাখ টাকা।

>> পাবর্ত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প ২য় পর্যায় (আউটপুট-বি:রুরাল কম্পোনেন্ট); ব্যয় ২২৪ কোটি ৫০ লাখ টাকা।

>> জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেল্থ সার্ভিস জোরদারকরণ; ব্যয় ৭৩ কোটি ২৬ লাখ টাকা

>> এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস; ব্যয় ধরা হয়েছে এক হাজার ১২ কোটি টাকা।