কৃষি যন্ত্রপাতি কিনতে ভর্তুকি পাবেন কৃষক
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2019 09:20 PM BdST Updated: 13 Jun 2019 09:20 PM BdST
কৃষিখাতে যন্ত্রের ব্যবহার বাড়াতে কৃষকদের ভর্তুকি দেওয়া ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এই ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, “ফসল কর্তন ও তার পরবর্তী কার্যক্রমে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হবে এবং এ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ক্রয়ে কৃষককে ভর্তুকি প্রদান করা হবে।”
কৃষিতে রাসায়নিক সারের মূল্য নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন থেকে প্রণোদনা চালু আছে এবং এর ফলে কৃষকের উৎপাদন খরচ কম হওয়ায় তা কৃষি পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভূমিকা রেখেছে বলেও বাজেট বক্তৃতায় দাবি করে কামাল।
২০১৭-১৮ অর্থবছরে রাসায়নিক সারে প্রণোদনায় ৫ হাজার ২০১ কোটি টাকা ব্যয় হওয়ার তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “প্রধান প্রধান রাসায়নিক সারের আমদানি মূল্য কোনো কোনো সময় বৃদ্ধি পেলেও কৃষকদের স্বার্থে বর্তমান সরকার দেশীয় বাজারে সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রেখেছে যা পরোক্ষভাবে ভোক্তা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে।
“পূর্বের ন্যায় আমদানি খরচ যাই হোক না কেন, আগামী অর্থবছরেও রাসায়নিক সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হবে ও কৃষি প্রণোদনা অব্যাহত থাকবে।”
চালু হবে শস্য বীমা
প্রাকৃতিক দুর্যোগে ফসলহানীর পর আর্থিক ক্ষতি থেকে কৃষকদের রক্ষায় পাইলট প্রকল্প হিসেবে শস্য বীমা চালুর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
বাজেট ব্ক্তৃতায় কামাল বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ফসলহানীর ঘটনা নিত্যনৈমিত্তিক। এ থেকে সৃষ্ট আর্থিক ক্ষতি হতে কৃষকদের রক্ষার্থে শস্য বীমা একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে।
“এছাড়া বৃহৎ প্রকল্পের মাধ্যমে সৃষ্ট সম্পদের বীমা দেশীয় বীমা কোম্পানির মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রয়োজনে একাধিক কোম্পানির সঙ্গে যৌথ বীমা সম্পাদনের ব্যবস্থা করা হবে। লস অব প্রোফিট এর জন্য বীমা চালুর উদ্যোগ নেওয়া হবে। কারখানা শ্রমিকদের জন্য দুর্ঘটনাজনিত বীমা বাস্তবায়ন করা যেতে পারে।”
অর্থমন্ত্রী বলেন, গবাদিপশু বীমা চালু করা, দরিদ্র নারীদের ক্ষুদ্র বীমার আওতায় আনার মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা এবং সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
নতুন অর্থবছরের জন্য কৃষি খাতে মোট ২৮ হাজার ৩৫৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে, যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৫.৮৩ শতাংশ বেশি। বরাদ্দের ওই অংক জিডিপির ০.৯৮ শতাংশের সমান।
বিদায়ী অর্থবছরের বাজেটে কৃষিখাতে মোট ২৬ হাজার ২৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলেও অর্থবছর শেষে সংশোধিত বাজেটে তা কমে ২৫ হাজার ৩৫২ কোটি টাকা হয়েছে।
সংশোধিত বাজেটে বরাদ্দের এই পরিমাণ বিদায়ী অর্থবছরের জিডিপির ০.৯৯ শতাংশের সমান। ফলে জিডিপির অনুপাতে এবারের বাজেটে কৃষিখাতে বরাদ্দ সামান্য কমেছে।
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
-
খরচ কমিয়ে সঞ্চয় বাড়ান, পরামর্শ প্রধানমন্ত্রীর
-
বাজেট সহায়তা পেতে আইএমএফের সঙ্গে আলোচনায় বাংলাদেশ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের
-
বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ১৩% ছাড়াল
-
নতুন অর্থবছরের বাজেট পাস
-
মূল্যস্ফীতি সামলাতে রেপো হার বাড়িয়ে সতর্ক মুদ্রানীতি
-
বিদ্যুৎ খাতের উন্নয়নে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
-
পাচার অর্থ ফেরালে দায়মুক্তি থাকছে, স্থাবর-অস্থাবরে বাদ
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক