বাজেট অধিবেশন বসছে ১১ জুন

একাদশ সংসদের তৃতীয় অধিবেশন বসছে আগামী ১১ জুন, এ অধিবেশনেই আগামী অর্থবছরের বাজেট পাস হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 11:10 AM
Updated : 13 May 2019, 11:10 AM

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওইদিন বিকাল ৫টায় সংসদ অধিবেশন ডেকেছেন বলে সোমবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়।

আগামী ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পর এর ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। মাসের শেষ দিকে বাজেট পাস হবে।

উপর্যুপরি তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট।

অর্থমন্ত্রী ইতোমধ্যে ইংগিত দিয়েছেন, বাজেটে এবার কর বাড়বে না, সরকারি ব্যয় সংস্থানে করের আওতা বাড়ানো হবে।

তবে এসব বিষয়ে এখনই বিস্তারিত কিছু না বলে বাজেটের ‘মজা পাওয়ার জন্য’ অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

২০১৪ সালের নির্বাচন বর্জন করে গত পাঁচ বছর সংসদের বাইরে থাকা বিএনপি এবার আইনসভায় ফিরেছে। দীর্ঘদিন পর বিএনপির এমপিদের এবার সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নেওয়ার সুযোগ হবে।