ঋণ খেলাপিদের জন্য আরও সুযোগ
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2019 05:46 PM BdST Updated: 02 Apr 2019 09:07 PM BdST
-
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ফাইল ছবি
-
বাংলাদেশ ব্যাংক, ফাইল ছবি
যারা ব্যাংক থেকে ধার করে শোধ করেননি, তাদের ‘ঋণ খেলাপি’ তকমা থেকে বেরিয়ে আসার জন্য আরও একটি সুযোগ করে দিচ্ছে সরকার।
যারা ঋণ শোধ করতে না পারার ‘যৌক্তিক’ কারণ ব্যাখ্যা করতে পারবেন, তাদেরকে মোট ঋণের ২ শতাংশ ডাউন পেমেন্টে ৭ শতাংশ সুদে ১২ বছরে ওই টাকা পরিশোধের সুযোগ পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার শেরেবাংলা নগরে নিজের দপ্তরে এ বিষয়ে এক বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংক খাতের ‘সমস্যা দূর করতে’ যে কমিটি করে দিয়েছিলেন, সেই কমিটির সুপারিশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসছে ১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়ে তিনি বলেছেন, ঋণ নেওয়ার সময় সুদের হার যাই থাকুক না কেন, এই সুযোগ নিয়ে খেলাপি ঋণ পরিশোধের ক্ষেত্রে ৭ শতাংশ হারেই সুদ প্রযোজ্য হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেনও উপস্থিত ছিলেন ওই বৈঠকে।
মন্ত্রী বলেন, “আমরা আজকে আমাদের ব্যাংক খাত নিয়ে আলোচনা করতে বসেছিলাম। ব্যাংক খাতের দুরবস্থা দূর করতে আমাদের সাবেক অর্থমন্ত্রী মুহিত ভাই গভর্নরের নেতৃত্বে একটি কমিটি করে দিয়ে গিয়েছিলেন। সেই কমিটির সুপারিশেই আমরা ঋণ খেলাপিদের ঋণ পরিশোধের, অর্থাৎ ঋণ খেলাপি থেকে বেরিয়ে আসার একটি সুযোগ করে দিচ্ছি।”

বাংলাদেশ ব্যাংক, ফাইল ছবি
“যারা ইচ্ছাকৃতভাবে খেলাপি হননি অথবা বেশ কিছু কিস্তি শোধের পর সুনির্দিষ্ট কারণে আর শোধ করতে না পেরে খেলাপি হয়েছেন, তাদের জন্য এ সুযোগ।”
আর যারা তার ভাষায় ‘অসাধু’ ঋণগ্রহীতা, অর্থাৎ যারা ‘ইচ্ছাকৃতভাবে’ খেলাপি হয়েছেন, তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন অর্থমন্ত্রী।
তিনি বলেছেন, কারা ভালো ঋণ গ্রহীতা তা নির্ধারণের জন্য একটি অডিট কমিটি করে দেওয়া হবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই খেলাপি ঋণ পরিশোধের বিশেষ সুযোগ পাবেন ঋণ খেলাপিরা।
নিয়মিত ঋণগ্রহীতারাও এ সুযোগ নিতে পারবেন জানিয়ে মন্ত্রী বলেন, “আমরা বলেছিলাম ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনব। এটা তারই একটা অংশ।”
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩ হাজার ৯১১ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৩০ শতাংশ।
এর বাইরে দীর্ঘদিন আদায় করতে না পারা যেসব ঋণ ব্যাংকগুলো অবলোপন করেছে, তার পরিমাণ প্রায় ৩৮ হাজার কোটি টাকা। খেলাপি ঋণের সঙ্গে অবলোপন করা এ মন্দ ঋণ যুক্ত করলে প্রকৃত খেলাপি ঋণ দাঁড়ায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা।
২০১৭ সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৭৪ হাজার ৩০৩ কোটি টাকা। এ হিসাবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ১৯ হাজার কোটি টাকা।
এদিকে খেলাপি ঋণ কম দেখাতে ‘রাইট অফ’ নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এখন মাত্র তিন বছরের মন্দ মানের খেলাপি ঋণ ব্যালেন্স শিট থেকে বাদ দিতে পারবে। এতে খেলাপি ঋণ আদায় না হলেও তা কাগজ-কলমে কমবে।
মুস্তাফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই খেলাপি ঋণ কমানোর ঘোষণা দিয়ে বলেছিলেন, “খেলাপি ঋণ আর এক টাকাও বাড়বে না।”
এরপর প্রথম পদক্ষেপে ব্যাংকগুলোর ঋণ অবলোপন নীতিমালা শিথিল করা হয়। এখন ঋণ খেলাপিদের ২ শতাংশ ডাউন পেমেন্টে টাকা পরিশোধের সুযোগ দেওয়া হল।
-
ইডিএফ: জুন পর্যন্ত ৩ কোটি ডলার করে ঋণ মিলবে
-
তারা কয়টি গ্রামে গেছে: সানেম প্রসঙ্গে অর্থমন্ত্রী
-
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতে সহকারী কর কমিশনার বরখাস্ত
-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮৪৭ কোটি টাকার কাজ পেল দুই ঠিকাদার
-
‘সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতায়’ বাড়ছে দাম
-
দুই লাখ টাকার বেশি কর জুলাই থেকে ই-পেমেন্টে
-
দেশে ঋণ খেলাপি ৩ লাখ, জানালেন অর্থমন্ত্রী
-
মহামারীর মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি
-
ইডিএফ: জুন পর্যন্ত ৩ কোটি ডলার করে ঋণ মিলবে
-
তারা কয়টি গ্রামে গেছে: সানেম প্রসঙ্গে অর্থমন্ত্রী
-
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাতে সহকারী কর কমিশনার বরখাস্ত
-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮৪৭ কোটি টাকার কাজ পেল দুই ঠিকাদার
-
‘সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায়’ বাড়ছে চাল পেঁয়াজ আলুর দাম
-
দুই লাখ টাকার বেশি কর জুলাই থেকে ই-পেমেন্টে
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- গোল উৎসব করে শীর্ষে ম্যানচেস্টার সিটি
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- রেকর্ড গড়া স্টার্লিংকে ছাপিয়ে নায়ক রশিদ
- এবার আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’