আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায় উন্নয়ন কেন্দ্রে লেনদেন নয়

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসায় উন্নয়ন কেন্দ্রে কোন ধরনের আর্থিক লেনলেন করা যাবে না।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2019, 02:49 PM
Updated : 24 March 2019, 02:49 PM

রোববার ‘আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবসায় উন্নয়ন কেন্দ্র স্থাপন’ শীর্ষক সার্কুলারে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারটি সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানসমূহের শাখা/ বুথ স্থাপন/ স্থানান্তরের পাশাপাশি যে কোনো ধরনের ব্যবসায় উন্নয়ন কেন্দ্র (বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার/ কাস্টমার সার্ভিস সেন্টার/ কল সেন্টার/ ইউনিট অফিস/ সেলস অফিস ইত্যাদি যে নামেই অভিহিত করা হোক না কেন) স্থাপনের জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ নির্দিষ্ট ছকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের জন্য আবেদন করতে হবে।

“এ ধরনের স্থাপনায় আমানত গ্রহণ বা ঋণ/ লিজ প্রদান সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন সম্পাদন করা যাবে না।”

 তবে এলাকা ভিত্তিক গ্রাহক সেবা, পরামর্শ প্রদান, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিকরণ, প্রতিষ্ঠানের মানব সম্পদ উন্নয়নসহ সরাসরি অর্থায়ন ব্যবসা নয় এমন কার্যক্রম পরিচালনা করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।