সহযোগিতা ‘অব্যাহত রাখবে’ এডিবি

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এডিবির ভাইস প্রেসিডেন্ট শিছিন চেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 05:04 PM
Updated : 12 Feb 2019, 05:04 PM

তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, পুনরায় নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান এডিবির ভাইস প্রেসিডেন্ট। শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের ৭ দশমিক ৮৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির প্রশংসা করে চেন বলেন, প্রধানমন্ত্রীর এই মেয়াদে বাংলাদেশ হবে ‘অন্যরকম বাংলাদেশ’। 

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়েও আলোচনা হয়ে বলে জানান প্রেস সচিব। 

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াকে শেখ হাসিনার ‘অবিশ্বাস্য ভূমিকা’ বলে মন্তব্য করেন এডিবির ভাইস প্রেসিডেন্ট। 

বাংলাদেশের উন্নয়নে এডিবি যে ভূমিকা রেখে যাচ্ছে, তার প্রশংসা করে শেখ হাসিনা ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটির সহযোগিতা চেয়েছেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমূক্ত সোনার বাংলা গড়তে তার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।