বিনিয়োগ করতে ঢাকা আসছে সৌদি প্রতিনিধিদল: বিডা

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আগামী মাসে সৌদি আরবের একটি প্রতিনিধি দল ঢাকা আসছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2019, 03:00 PM
Updated : 13 Jan 2019, 03:00 PM

রোববার বিডার দেওয়া এক বিবৃতিতে বলা হয়,   “আগামী ১০-১১ ফেব্রুয়ারি তাদের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয়।”

সৌদি বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশে বিনিয়োগে এর আগেও সৌদি আরবের ব্যবসায়ীরা আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে ছিল  বিদ্যুৎ, সৌরপ্যানেল এবং সার কারখানায় বিনিয়োগ।

সৌদি বাদশাহর আমন্ত্রণে গত অক্টোবরে চার দিনের সফরে গেলে রিয়াদের রাজকীয় প্রসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়নের অংশ হতে আগ্রহ প্রকাশ করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ।

সেসময় সৌদি যুবরাজ বাংলাদেশে সৌদি প্রতিনিধি ও বিশেষজ্ঞ দল পাঠানোর নির্দেশ দেন বলেও পররাষ্ট্র সচিব জানিয়েছিলেন।

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ১৮৫ দশমিক ২১ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে সৌদি আরবে, বিপরীতে আমদানি করেছে ৬০৫ দশমিক চার মিলিয়ন ডলারের পণ্য।