কৃষি ঋণ ১ টাকা খেলাপি হলেও তথ্য দিতে হবে

কৃষি ঋণ এক টাকা খেলাপি হলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য ভাণ্ডার ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করতে হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 02:14 PM
Updated : 3 Dec 2018, 02:14 PM

সোমবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এক টাকা থেকে শুরু করে যেকোনও অঙ্কের সকল বকেয়া শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবিতে রিপোর্ট করতে হবে।

“তবে নতুন মঞ্জুরি বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর‌্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট সংগ্রহের প্রয়োজন হবে না।”

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে আরও বলা হয়েছে, “খেলাপি ঋণ গ্রহীতা যাতে কৃষি ঋণ না পায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংককে নিশ্চিত হতে হবে।”

ফাইল ছবি

গত ২৫ এপ্রিল সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে এক টাকা খেলাপি হলেও ঋণখেলাপি গ্রাহকের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে সিআইবিতে পাঠাতে হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণের ক্ষেত্রে ৫০ হাজার টাকা এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর‌্যন্ত খেলাপির তথ্য সিআইবি দিতে হত না।

ঐ সার্কুলারে কৃষি বা শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে কোন নির্দেশনা ছিল না।

সোমবারের সার্কুলারে কৃষি বা শস্য ও ফসল ঋণের ক্ষেত্রেও ২৫ এপ্রিলের জারি করা সার্কুলার কার‌্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।