রিটার্ন জমা ২ ডিসেম্বর পর্যন্ত

২ ডিসেম্বর রোববার পর‌্যন্ত রিটার্ন জমা দেয়া যাবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 04:18 PM
Updated : 26 Nov 2018, 04:19 PM

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ঐ দিন এবং পরের দিন ১ ডিসেম্বর শনিবার সপ্তাহিক  ছুটির দিন থাকায় রোববারও রিটার্ন জমা নেবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

যে সব করদাতা এখনও তাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেননি তারা ঐ দিন পর‌্যন্ত দাখিল করতে পারবেন।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’নেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, করদাতাদের সুবিধার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবার আয়কর মেলায় সবমিলিয়ে আড়াই হাজার কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা পড়েছে প্রায় পাঁচ লাখ। কর সংক্রান্ত সেবা নিয়েছেন ১৬ লাখের বেশি মানুষ।

১৩ থেকে ১৯ নভেম্বর রাজধানী ঢাকাসহ সারা দেশে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

এবারের মেলায় গতবারের চেয়ে করের পরিমাণ বেড়েছে ১১ দশমিক ৩৫ শতাংশ। রিটার্ন জমা বেড়েছে ৪৫ শতাংশ। আর সেবার গ্রহনের পরিমাণ বেড়েছে ৪ শতাংশ।

 সৈয়দ মু’নেম বলেন, ২ ডিসেম্বর পর্যন্ত কর অফিসগুলোতে করমেলার মতো সব ধরনের কর সেবা পাওয়া যাবে। ঢাকা ও ঢাকার বাইরের সব কর কর্মকর্তাদের মেলার পরিবেশে কর অফিসে সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কর অফিসগুলোতে ২ ডিসেম্বর পর্যন্ত কর পরিশোধ, অনলাইনে রিটার্ন জমা, ই-টিআইএন নিবন্ধনসহ কর সংক্রান্ত সব সেবা পাওয়া যাবে বলে জানান তিনি।