দ্বিতীয় দিনে ৫৫১ কোটি টাকা কর আদায়

আয়কর মেলার দ্বিতীয় দিনে সারা দেশে ৫৫১ কোটি ১৫ লাখ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬৫ হাজারের বেশি করদাতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2018, 02:34 PM
Updated : 14 Nov 2018, 02:34 PM
কর সংক্রান্ত সেবা নিয়েছেন সেবা নিয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৪৫৫ জন।

মেলার সমন্বয়কারী এবং এনবিআর সদস্য জিয়া উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দ্বিতীয় দিন বুধবার গতবারের মেলার দ্বিতীয়  দিনের চেয়ে কর বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। রিটার্ন জমার সংখ্যা বেড়েছে ৬৫ দশমিক ৩১ শতাংশ।

সেবা নিয়েছেন ৫৪ দশমিক ২৮ শতাংশ বেশি বেশি মানুষ।

বুধবার দেশের ৮টি বিভাগ, ৩৫টি জেলা এবং ১৯টি উপজেলাসহ মোট ৬২টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার দ্বিতীয় দিন করদাতা ও সেবা গ্রহীতাদের ছিল উপচেপড়া ভিড়। তাদের পদচারণায় মেলা প্রাঙ্গণ ছিলো উৎসবমুখর। মেলার দ্বিতীয় দিন সারাদেশে করদাতারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর প্রদান ও সেবা গ্রহণ করেছেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে।

মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর এবং উত্তরা থেকে ১৫টি শাটল বাস নিয়োজিত রয়েছে।