ভোটের আগে একনেকে প্রকল্প অনুমোদনের রেকর্ড

নির্বাচনের আগে একনেকের এক বৈঠকে রেকর্ড সংখ্যক ৩৯টি প্রকল্প অনুমোদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2018, 07:10 PM
Updated : 4 Nov 2018, 07:10 PM

এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ও র‌্যাবের আবাসন সুবিধা, সক্ষমতা বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের সাতটি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর সম্মিলিত ব্যয় ২ হাজার ৭৯৮ কোটি ৪৪ লাখ টাকা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) রোববারের বৈঠকে অনুমোদিত ৩৯টি প্রকল্পের মোট ব্যয় ৮৬ হাজার ৬৮৬ কোটি ৯৫ লাখ টাকা।

এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬৬ হাজার ৪৬৬ কোটি ৫১ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩১৩ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে বৈদেশিক সহায়তা খাত থেকে ১৯ হাজার ৯০৭ কোটি ২৩ লাখ টাকার জোগান দেওয়া হবে।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ ইসির জানানোর দিন ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এই বৈঠক হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের ইতিহাসে এক বৈঠকে এত সংখ্যক প্রকল্প অনুমোদন দেওয়ার ঘটনা আগে কখনও ঘটেনি।

এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “অতীতে কখনোই আমাদের অর্থনীতি এত বড় ছিল না। তাই অতীতে একসঙ্গে এত বেশি প্রকল্প অনুমোদন দেওয়া হয়নি। এখন আমাদের অর্থনীতির সক্ষমতা বেড়েছে, তাই এই পরিমাণ প্রকল্প আমরা এক সভায় দিতে পারি।”

প্রকল্পগুলোর সমীক্ষাও ‘ঠিকমতো করা হয়েছে’ বলে দাবি করেন তিনি।

নির্বাচনের আগে আরও একনেক সভার ইঙ্গিত দিয়ে মুস্তফা কামাল বলেন, “নির্বাচনী আচরণবিধির সাথে সাংঘর্ষিক না হলে আমরা নির্বাচনের আগের দিনও প্রকল্প অনুমোদন দিতে পারি।”

আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একসঙ্গে সাত প্রকল্প অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা যেসব প্রকল্প প্রয়োজন সেগুলো অনুমোদন দিয়েছি। এসব প্রকল্প দেশের জন্য প্রয়োজন।”

র‌্যাব-পুলিশের ৭ প্রকল্প

>> ‘ঢাকা মেট্রোপলিটন এলাকায় পুলিশ সদস্যদের জন্য ৯টি আবাসিক টাওয়ার নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ৯৭৫ কোটি ৫৬ লাখ টাকা।

>> ‘বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ১১৮ কোটি ৬৭ লাখ টাকা।

>> ‘বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ৩৫৪ কোটি ১৬ লাখ টাকা।

>> ‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্প। ৬৩৯ কোটি ৮৮ লাখ টাকা।

>> ‘র‌্যাব এর কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করণ’ প্রকল্প। এর ব্যয় ৩৪০ কোটি ৫৭ লাখ টাকা।

>> ‘সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ’ প্রকল্প। এর ব্যয় ১২৫ কোটি ৩৯ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে পুলিশ অধিদপ্তর (র‌্যাব)।

>> ‘হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্প। এর ব্যয় ২৪৪ কোটি ২১ লাখ টাকা।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো

>> ‘বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর হতে ঈশ্বরদী পর্য়ন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ১৪ হাজার ২৫০ কোটি ৬১ লাখ টাকা।

>> ‘পূর্বাচল লিংক রোডের উভয় পাশে (কুড়িল থেকে বোয়ালিয়া পর্য়ন্ত) ১০০ ফুট প্রশস্ত খাল খনন’ প্রকল্প। এর ব্যয় ১০ হাজার ৩২৯ কোটি ৬৬ লাখ টাকা।

>> ‘পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধা নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ৩ হাজার ৯৮২ কোটি ১০ লাখ টাকা।

>> ‘কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ’ প্রকল্প। এর ব্যয় ৩ হাজার ৭০৯ কোটি ৬১ লাখ টাকা।

>> ‘ঢাকা-খুলনা (এন-৮) মহাসড়কের যাত্রাবাড়ি ইন্টারসেকশন থেকে (ইকুরিয়া-বাবু বাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর- ভাঙ্গা অংশ ধীরগতির যানবাহানের জন্য আলাদা লেনসহ চার লেইনে উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১১১ কোটি ৮৬ লাখ টাকা।

>> ‘টেকনাফ শাহপরীর দ্বীপ জেলা মহাসড়ক (জেড-১০৯৯) এর হাড়িয়াখালী হতে শাহপরীর দ্বীপ অংশ পুণ: নির্মাণ প্রশস্তকরণ এবং শক্তিশালী করণ’ প্রকল্প। এতে ব্যয় হবে ৬৭ কোটি ৭৯ লাখ টাকা।

>> ‘টাঙ্গাইল পৌরসভা অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। এতে ব্যয় হবে ২২৮ কোটি ৭৯ লাখ টাকা।

>> ‘ফরিদপুর শহরের টেপাখোলা উন্নয়ন’ প্রকল্প। এর ব্যয় ধরা হয়েছে ২১০ কোটি ৬১ লাখ টাকা।

>> ‘কুমিল্লা জেলার পাঁচটি পৌর সভার অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৫ কোটি টাকা।

>> ‘বৃহত্তর কুষ্টিয়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৯৪৯ কোটি ৬৫ লাখ টাকা।

>> ‘দুর্যোগ ঝুঁকি মোকাবিলা ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প। এর ব্যয় ২২৫ কোটি টাকা।

>> ‘গ্রাম সড়ক পুনর্বাসন’ প্রকল্প। সারা দেশে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। এতে ব্যয় করা হবে ৩ হাজার ৫১৬ কোটি টাকা।

>> ‘গোপালগঞ্জ জেলা গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। এর ব্যয় ১ হাজার ১২৩ কোটি টাকা।

>> ‘ফরিদপু জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। এর ব্যয় ১ হাজার ১০৬ কোটি টাকা।

>> ‘বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। এর ব্যয় ৭৯৭ কোটি ৪৮ লাখ টাকা।

>> ‘তিন পার্বত্য জেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক উন্নয়ন’ প্রকল্প। এর ব্যয় ৭৪৯ কোটি ১০ লাখ টাকা।

>> ‘পশ্চাৎপদ কুড়িগ্রাম ও জামালপুর জেলার দারিদ্র হ্রাসকরণ’ প্রকল্প। এর ব্যয়১৯৫ কোটি ১৫ লাখ টাকা।

>> ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু ও কালভার্ট নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ৬ হাজার ৫৭৮ কোটি ২০ লাখ টাকা।

>> ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার জন্য হেরিং বোন বন্ড করণ’ প্রকল্প। এর ব্যয় ৩ হাজার ৩৪৭ কোটি ২৪ লাখ টাকা।

>> ‘বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার এন্ড মলিকুলার রিসার্চ সেন্টার স্থাপন’ প্রকল্প। এর ব্যয় ১ হাজার ৫০৬ কোটি ৯৭ লাখ টাকা।

>> ‘সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন’ প্রকল্প। এর ব্যয় ১ হাজার ১০৭ কোটি ৮৮ লাখ টাকা।

>> ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্প। এর ব্যয় ৮৩৮ কোটি ৩৭ লাখ টাকা।

>> ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরি ইউনিট সম্প্রসারণ’ প্রকল্প। এর ব্যয় ১৬৫ কোটি ২০ লাখ টাকা।

>> ‘ন্যাশনাল পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ প্রকল্প। এর ব্যয় ২ হাজা ৫১৬ কোটি ১৬ লাখ টাকা।

>> ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ’ প্রকল্প। এর ব্যয় ১ হাজার ৩৭৮ কোটি ৫৫ লাখ টাকা।

>> ‘ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড এর উৎপাদন পদ্ধতিতে ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরকরণ’ প্রকল্প। এর ব্যয় ৮৯০ কোটি ১১ লাখ টাকা।

>> ‘বিএমআরই অব কেরু এন্ড কোং (বিডি) লি.’ প্রকল্প। এর ব্যয় ১০২ কোটি ২১ লাখ টাকা।

>> ‘কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন টানেল নির্মাণ (সংশোধিত)’ প্রকল্প। এর ব্যয় ৯ হাজার ৮৮০ কোটি ৪০ লাখ টাকা।

>> ‘ঢাকাস্থ আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২১ কোটি ৮১ লাখ টাকা।

>> ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি-গাজীপুর-এয়ারপোর্ট)’ প্রকল্প। এতে ব্যয় হবে ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা।

>> ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং একসেস টু সার্ভিস (৩য় সংশোধিত)’ প্রকল্প। এতে ব্যয় হবে ১ ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকা।

>> ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি নতুন বাফার গুদাম নির্মাণ’ প্রকল্প। এতে ব্যয় হবে ১ হাজার ৯৮৩ কোটি টাকা।