পাহাড়ে অবকাঠামো রক্ষণাবেক্ষণে এডিবির পৌনে ৫ লাখ ডলার

পার্বত্য চট্টগ্রামের অবকাঠামো রক্ষণাবেক্ষণে চার লাখ ৭১ হাজার ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 01:53 PM
Updated : 23 Oct 2018, 02:09 PM

এই অনুদানের অর্থ পার্বত্য অঞ্চলের জনগণের সক্ষমতা বাড়ানোর জন্য ব্যয় করবে জাতিসংঘ উন্নয়ন সংস্থা-ইউএনডিপি।

মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে এডিবির আবাসিক কার্যালয়ে এক অনুষ্ঠানে দুই সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি তাতে সই করেন।

অনুষ্ঠানে জানানো হয়, গত ২০ বছর ধরে ইউএনডিপি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করে যাচ্ছে। সেখানে তাদের বিশাল নেটওয়ার্ক গড়ে ওঠেছে। এই নেটওয়ার্ক কাজে লাগাতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজে এডিবি ওই টাকা দিচ্ছে।

মনমোহন প্রকাশ অনুষ্ঠানে বলেন, “শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন করলেই হয় না। এর রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়ন সহযোগী সংস্থা বা সরকারের পক্ষে সবসময় সংস্কার সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব হয় না। তাই স্থানীয়দের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের কাজে লাগানোর উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা হবে।”

সুদীপ্ত মুখার্জি বলেন, “স্থানীয় জনগণকে সচেতন করতে পারলে উন্নয়নের আয়ুষ্কাল বাড়ানো সম্ভব। কোনো সমস্যা দেখা দিলে তারা নিজেরাই তার সমাধান করতে পারবেন। সেজন্য এই চুক্তি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের সহায়ক হবে।”