সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৫.৪৩%

চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও সার্বিকভাবে মূল্যস্ফীতির হার আগের তুলনায় আরও কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2018, 12:03 PM
Updated : 9 Oct 2018, 12:03 PM

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের একই মাসে এই হার ছিল ৬ দশমিক ১২ শতাংশ। আর এ বছর অগাস্টে ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তৈরি করা সর্বশেষ প্রতিবেদনের এই তথ্য মঙ্গলবার সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একনেক বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও বিশ্ববাজারে এখনও ভোগ্যপণ্যের দাম তেমন একটা বাড়েনি। তাই মূল্যস্ফীতি এখনও কমছে।”

খাদ্য খাতে সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪২ শতাংশ, যা আগের মাস অগাস্টে ছিল ৫ দশমিক ৯৭ শতাংশ।

আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ৪ দশমিক ৭৩ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ৪৫ শতাংশ হয়েছে।

মন্ত্রী জানান, সেপ্টেম্বর মাসে গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৪ দশমিক ৯৯ শতাংশ হয়েছে। আগের মাস আগস্টে এ হার ছিল ৫ দশমিক ০৫ শতাংশ।

আর শহর এলাকায় সাধারণ মূল্যস্ফীতি আগস্টের ৬ দশমিক ২৮ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৬ দশমিক ২৩ শতাংশ হয়েছে।