বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে উৎপাদন শুরু

কয়লা সঙ্কটে ৫২ দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2018, 07:42 AM
Updated : 14 Sept 2018, 07:42 AM

বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম সরকার জানান, এ কেন্দ্রের তিনিটি ইউনিটের মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বৃহস্পতিার রাত ২টায় চালু করা হয়েছে।

খনির এক লাখ ৪৬ হাজার মেট্রিকটন কয়লা চুরির ঘটনার পর কয়লা সঙ্কেটে গত ২২ জুলাই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়।

এ বিদ্যুৎ কেন্দ্রে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুটি এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিটে মোট ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে।

আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালু হওয়া ইউনিটে প্রতিদিন ২৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হলেও খনি থেকে দেওয়া হচ্ছে ২১০০-২২০০ মেট্রিক টন। সরবরাহ বাড়লে বাকি দুই ইউনিটেও উৎপাদন শুরুর ব্যবস্থা করা হবে। 

বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা চুরির ঘটনায় ৮৩ দিন বন্ধ থাকার পর গত ৭ সেপ্টেম্বর রাতে পরীক্ষামূলক কয়লা উত্তোলন হয়।