আড়াইহাজারে হাজার একর জমি পেল জাপান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জাপানকে আরও ৫০০ একর জমি দিচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 01:26 PM
Updated : 7 August 2018, 01:29 PM

সেখানে জাপানকে ৪৯১ একর জমি দিয়ে একটি প্রকল্প গত বছরের ১৪ মার্চ অনুমোদন করেছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

কিন্তু জাপান আরও জমি চাওয়ায় আরও ৫০০ একর জমি বাড়িয়ে ‘অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্তে ভূমি অধিগ্রহণ (আড়াইহাজার ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল)’ শীর্ষক প্রকল্পটি মঙ্গলবার সংশোধন হয়েছে।

ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সংশোধনের পর প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ১৯৬ কোটি টাকা।

আরও ৫০০ একর যোগ হওয়ায় এখন মোট ৯৯১ একর জমির উপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল করবে জাপান।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুমোদনের সময় এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৭৬১ কোটি ৭৫ লাখ টাকা।

এখন প্রকল্পের ব্যয় চার গুণ বেড়েছে।

মন্ত্রী বলেন, বৈঠকে এ প্রকল্পটিসহ ৬ হাজার ৪৪৮ কোটি টাকা ব্যয়ের ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৬ হাজার ৪৪০ কোটি টাকা আর সংস্থার নিজস্ব তহবিল থেকে প্রায় ৮ কোটি টাকা জোগান দেওয়া হবে।

অনুমোদিত প্রকল্পগুলো

>> ‘ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন’ প্রকল্প। ব্যয় ১৮৬ কোটি ৫০ লাখ টাকা।

>> ‘বাংলাদেশে তাঁত বোর্ডের আওতায় ৫টি বেসিক সেন্টার ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন’ প্রকল্প। ব্যয় ১১৭ কোটি টাকা।

>> ‘ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর স্থাপন’ প্রকল্প। ব্যয় ১৭৪ কোটি ৫৮ লাখ টাকা।

>> সরকারি শিশু পরিবার এবং ছোট মনি নিবাস নির্মাণ/ পুনঃনির্মাণ’ প্রকল্প। ব্যয় প্রায় ২৯৭ কোটি টাকা।

>> ‘হাই-টেক পার্ক, সিলেট এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ’ প্রকল্প। ব্যয় ২৯০ কোটি ২৬ লাখ টাকা।

>> ‘ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ ও ড্রেজিং’ প্রকল্প। ব্যয় ২৯২ কোটি ২৩ লাখ টাকা।

>> ‘নোয়াখালীর সোনাপুর হতে চেয়ারম্যানঘাট সড়ক উন্নয়ন’ প্রকল্প। ব্যয় প্রায় ১৬৯ কোটি টাকা।

>> ‘দিনাজপুরের বীরগঞ্জ-খানসামা-দাড়োয়ানী, খানসামা-রাণীবন্দর এবং চিরিরবন্দর-আমতলী বাজার জেলা মহাসড়কে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। ব্যয় প্রায় ১৪৪ কোটি টাকা।

>> ‘কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার নির্মাণ ও ৭ দশমিক ৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ’ প্রকল্প। ব্যয় ৯৯ কোটি টাকা।

>> ‘ঢাকা জেলার দোহার উপজেলাধীন মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদী ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ’ প্রকল্প। ব্যয় ১ হাজার ৪৮৩ কোটি টাকা।