বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে এডিবির অর্থায়ন

বাংলাদেশে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে নতুন একটি প্রকল্পে অর্থায়নের প্রস্তাব অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2018, 07:18 PM
Updated : 31 July 2018, 07:18 PM
মঙ্গলবার এবিডির পরিচালনা পর্ষদ ৩৫৭ বিলিয়ন ডলারের এই সহায়তা তহবিল অনুমোদন করে বলে সংস্থাটি জানিয়েছে।

এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে দুটি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।

প্রকল্পের অর্থায়নের মধ্যে এডিবির ৩৫০ মিলিয়ন ডলারের ঋণ রয়েছে। সঞ্চালন লাইনে উচ্চ প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী পরিবাহী যুক্ত করতে ৭ মিলিয়ন ডলারের জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিটিং ম্যাকানিজম এবং প্রকল্পে লিঙ্গ সমতা নিশ্চিত করতে রিপাবলিক অব কোরিয়া ই এশিয়া অ্যান্ড নোলেজ পার্টনারশিপ ফান্ডের ৫ লাখ ডলার রয়েছে প্রকল্পে।

এডিবির জ্যেষ্ঠ জ্বালানি উপদেষ্টা অ্যাইমিং ঝু বলেন, “গত এক দশকে বাংলাদেশ উৎসাহ ব্যঞ্জক অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছে। এই উন্নয়ন ধরে রাখতে এবং আরও বাড়াতে বিদ্যুৎখাতে সঞ্চালন লাইনে আরও বিনিয়োগ প্রয়োজন। সর্বত্র এখন বিদ্যুতের চাহিদা বেড়েছে, তখন এডিবির এই বিনিয়োগ সঞ্চালন ব্যবস্থাকে আরও কার্যকর ও পরিবেশ বান্ধব করবে।”