বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পরিবর্তন

দেবাশিস চক্রবর্তীকে সরিয়ে সিরাজুল ইসলামকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 03:23 PM
Updated : 22 July 2018, 03:23 PM

তারা দুজনই কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক। কেন্দ্রীয় ব্যাংক-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলা মুখপাত্রের দায়িত্ব।

দায়িত্ব পাওয়ার পর সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকেলে তাকে এই নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

নির্বাহী পরিচালক হিসেবে নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে জানান।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত সোনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা না বলার কারণে দেবাশিস চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত ১৭ জুলাই দৈনিক প্রথম আলো ‘বাংলাদেশ ব্যাংকের ভল্টে ভুতুড়ে কাণ্ড’  শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের ৯৬৩ কেজি সোনা পরীক্ষা করে বেশির ভাগ ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার চাকতি ও আংটির জায়গায় এখন আছে মিশ্র বা সংকর ধাতু। আর ২২ ক্যারেটের সোনা হয়ে গেছে ১৮ ক্যারেট।

প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদক দেবাশিস চক্রবর্তীর  সঙ্গে কয়েক দফা যোগাযোগ, লিখিত প্রশ্ন জমা দেওয়ার পরও তিনি প্রথম আলোকে যথাযথ কোনো মন্তব্য দেননি।

পরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, প্রথম আলোর প্রতিবেদন সত্য নয়। সোনায় হেরফের হয়নি।