এডিপি বাস্তবায়নে রেকর্ড

বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রায় ৯৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2018, 05:04 PM
Updated : 3 July 2018, 05:04 PM

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, “গত অর্থবছরের ১২ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের এক লাখ ৪৭ হাজার ৭০৩ কোটি টাকা ব্যয় করা সম্ভব হয়েছে। এ ব্যয় সংশোধিত এডিপির ৯৩ দশমিক ৭১ শতাংশ। আর মূল এডিপির ৯০ শতাংশ।”

এডিপি বাস্তবায়নের এই হার দেশের ইতিহাসে ‘রেকর্ড’ বলে জানান তিনি।

২০১৭-১৮ অর্থবছরে এডিপি বাস্তবায়ন আগের অর্থবছরের তুলনায় ৪০ হাজার কোটি টাকা বেশি জানিয়ে মন্ত্রী বলেন, বাস্তবায়নে যে প্রবৃদ্ধি হয়েছে তা ধরে রাখা সম্ভব হলে নতুন অর্থবছরে শতভাগ এডিপি বাস্তবায়ন করা সম্ভব হবে।

২০১৭-১৮ অর্থবছরে এক লাখ ৬৪ হাজার ৮৫ কোটি টাকার এডিপি গ্রহণ করেছিল সরকার।

পরে তা সংশোধন করে এক লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি টাকা করা হয়।

এরমধ্যে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা বা ৬১ দশমিক ১৩ শতাংশ সরকারের নিজস্ব তহবিল থেকে, ৫২ হাজার ৫০ কোটি টাকা বা ৩৩ দশমিক ০৩ শতাংশ বৈদেশিক সহায়তা থেকে এবং বাকি নয় হাজার ২১৩ কোটি টাকা বা ৫ দশমিক ৮৫ শতাংশ সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে যোগান দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।

অর্থবছরের প্রথম চার মাসে (অক্টোবর পর্যন্ত) সবচেয়ে বেশি এডিপি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিভাগ, প্রায় ৩৬ শতাংশ। এছাড়া স্থানীয় সরকার বিভাগ প্রায় ২৭ শতাংশ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রায় ২০ শতাংশ বাস্তবায়ন করেছে।

২০১৭-১৮ অর্থবছরের নয় মাসে অর্থ্যাৎ মার্চ মাস নাগাদ এডিপির প্রায় ৪৬ শতাংশ বাস্তবায়িত হয়েছিল, যা লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও গতবারের চেয়ে বেশি ছিল।

বাকি তিন মাসে লক্ষ্য অর্জন সম্ভব কি না জানতে চাইলে সে সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “শেষের দিকে অর্থ ছাড় বেশি বলে বাস্তবায়নের হার তখন বেড়ে যাবে।”

আরও খবর