মাথাপিছু আয় ১৯৫৬ ডলারে নিয়ে যাওয়ার আশা

আগামী অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৯৫৬ ডলার হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2018, 05:03 PM
Updated : 7 June 2018, 05:03 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার যে বাজেট প্রস্তাব করেছেন তাতে তিনি এ আশার কথা শুনিয়েছেন।

মুহিত বলেন, ২০০৯ থেকে শুরু করে বিগত দশ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৭৫৯ মার্কিন ডলার থেকে বেড়ে ১ হাজার ৭৫২ ডলার হয়েছে।

২০১৮-১৯ অর্থবছর শেষে এই ১ হাজার ৯৫৬ ডলারে গিয়ে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন মুহিত।