কৃষিতে ভর্তুকি বেড়েছে

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে ভর্তুকি বাড়ানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2018, 01:54 PM
Updated : 7 June 2018, 04:51 PM

প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২৬ হাজার ২৫৯ কোটি টাকা, এর মধ্যে ভর্তুকি হিসেবে ৯ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।

চলতি বছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার মূল বাজেটে কৃষি খাতে ভর্তুকি ৯ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছিল। সংশোধিত বাজেটে তা কমিয়ে ৬ হাজার কোটি টাকা করা হয়।

সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরে ৫০ শতাংশ বেশি ভর্তুকির প্রস্তাব করা হয়েছে।

আগামী অর্থবছরের বাজেটে সবচেয়ে বেশি ভর্তুকির প্রস্তাব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য। এ মন্ত্রণালয়ের ১ লাখ ৩৬ হাজার ৮৮৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবের মধ্যে ভর্তুকি ধরা হয়েছে ২২ হাজার ৪৩৯ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ৫ শতাংশ।

চলতি বছরের বাজেটে জনপ্রশাসনের জন্য ১৯ হাজার ৪৭১ কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়। পরে সংশোধিত বাজেটে কমিয়ে ১০ হাজার ৮ কোটি টাকা করা হয়।

অর্থাৎ এই খাতে সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের জন্য ১২৪ শতাংশ বেশি ভর্তুকির প্রস্তাব করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের জন্য ১১৩ শতাংশ বেশি ভর্তুকির প্রস্তাব করা হয়েছে। এ খাতে মোট ভর্তুকি ধরা হয়েছে ৩ হাজার ৩৫৯ কোটি টাকা।

এছাড়া জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৮২১ কোটি টাকা এবং প্রতিরক্ষা খাতে ৪২৪ কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করা হয়েছে।